ঢাকা ০২:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫, ১১ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কোস্টগার্ডের হাতে ধরা পড়ল ৪১৩ কোটি টাকার অবৈধ জাল ডাকসু প্রচারণায় কঠোর শৃঙ্খলা জারি, প্রার্থীদের জন্য নতুন নির্দেশনা চীন সফরে যাচ্ছেন জাতীয় নাগরিক পার্টির শীর্ষস্থানীয় প্রতিনিধি দল ঢাকা অঞ্চলের ৩১৬ দাবি-আপত্তির শুনানি করছে নির্বাচন কমিশন ফেডারেল রিজার্ভ গভর্নর লিসা কুককে অপসারণের ঘোষণা ট্রাম্পের “প্রত্যাবাসনের পথ: যুক্তরাষ্ট্র-চীনের দ্বন্দ্বে রোহিঙ্গাদের ভবিষ্যৎ” যুদ্ধ শেষ হলেও রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা থাকবে : ফিনল্যান্ড আবাসন ভাতাসহ তিন দাবিতে জবি ছাত্রদলের মানববন্ধন প্রথমবারের মতো হাফতার নিয়ন্ত্রিত লিবিয়ায় ভিড়ল তুর্কি যুদ্ধজাহাজ ফেসবুকে প্রেম, বিয়ে করতে কুষ্টিয়ায় চীনা যুবক

সিরিয়ার ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান রাশিয়ার

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:১৯:৫২ অপরাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫
  • / 124

ছবি: সংগৃহীত

 

সিরিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞা সম্পূর্ণভাবে প্রত্যাহারের আহ্বান জানিয়েছে রাশিয়া। দেশটির মধ্যপ্রাচ্য ও আফ্রিকা বিষয়ক প্রেসিডেন্টের বিশেষ দূত ও উপ-পররাষ্ট্রমন্ত্রী মিখাইল বোগদানভ বলেছেন, সিরিয়ায় রাজনৈতিক বাস্তবতা বদলে যাওয়ার পরও নিষেধাজ্ঞা বহাল রাখার কোনো যৌক্তিকতা নেই।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে বোগদানভ বলেন, “পশ্চিমা বিশ্ব যদি নিজেদের যুক্তির দৃষ্টিকোণ থেকেও বিচার করে, তবে তারা বুঝবে যে, আগের সরকার অপসারণের পরও নিষেধাজ্ঞা বহাল রাখার কোনো কারণ নেই।”

তিনি জোর দিয়ে বলেন, রাশিয়া মনে করে এই নিষেধাজ্ঞাগুলো দ্রুত প্রত্যাহার করা জরুরি, কারণ এগুলো শুধুমাত্র সিরিয়ার পুনর্গঠনে বাধা সৃষ্টি করছে না, বরং দেশটির সাধারণ জনগণের দৈনন্দিন জীবনে চরম ভোগান্তি ডেকে আনছে।

বোগদানভ আরও বলেন, “এখন সংঘাতের রাজনীতি পরিহার করে সিরিয়ার জনগণকে সহায়তা করা আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রধান দায়িত্ব হওয়া উচিত। যুদ্ধ-পরবর্তী পুনর্গঠনে সকলে মিলে কাজ করাই হবে যুক্তিসঙ্গত সিদ্ধান্ত।”

তিনি উল্লেখ করেন, “এই নিষেধাজ্ঞাগুলো শুধু রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের হাতিয়ার হয়ে দাঁড়িয়েছে, যা সিরিয়ার অর্থনৈতিক ও সামাজিক স্থিতিশীলতার পথে বড় বাধা।”

রাশিয়ার এই আহ্বানের পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক মহল কী প্রতিক্রিয়া জানায়, তা এখন দেখার বিষয়। তবে নিষেধাজ্ঞা প্রত্যাহার না হলে সিরিয়ার জনগণের দুর্ভোগ অব্যাহত থাকবে বলে মনে করছেন বিশ্লেষকরা।

নিউজটি শেয়ার করুন

সিরিয়ার ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান রাশিয়ার

আপডেট সময় ১২:১৯:৫২ অপরাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫

 

সিরিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞা সম্পূর্ণভাবে প্রত্যাহারের আহ্বান জানিয়েছে রাশিয়া। দেশটির মধ্যপ্রাচ্য ও আফ্রিকা বিষয়ক প্রেসিডেন্টের বিশেষ দূত ও উপ-পররাষ্ট্রমন্ত্রী মিখাইল বোগদানভ বলেছেন, সিরিয়ায় রাজনৈতিক বাস্তবতা বদলে যাওয়ার পরও নিষেধাজ্ঞা বহাল রাখার কোনো যৌক্তিকতা নেই।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে বোগদানভ বলেন, “পশ্চিমা বিশ্ব যদি নিজেদের যুক্তির দৃষ্টিকোণ থেকেও বিচার করে, তবে তারা বুঝবে যে, আগের সরকার অপসারণের পরও নিষেধাজ্ঞা বহাল রাখার কোনো কারণ নেই।”

তিনি জোর দিয়ে বলেন, রাশিয়া মনে করে এই নিষেধাজ্ঞাগুলো দ্রুত প্রত্যাহার করা জরুরি, কারণ এগুলো শুধুমাত্র সিরিয়ার পুনর্গঠনে বাধা সৃষ্টি করছে না, বরং দেশটির সাধারণ জনগণের দৈনন্দিন জীবনে চরম ভোগান্তি ডেকে আনছে।

বোগদানভ আরও বলেন, “এখন সংঘাতের রাজনীতি পরিহার করে সিরিয়ার জনগণকে সহায়তা করা আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রধান দায়িত্ব হওয়া উচিত। যুদ্ধ-পরবর্তী পুনর্গঠনে সকলে মিলে কাজ করাই হবে যুক্তিসঙ্গত সিদ্ধান্ত।”

তিনি উল্লেখ করেন, “এই নিষেধাজ্ঞাগুলো শুধু রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের হাতিয়ার হয়ে দাঁড়িয়েছে, যা সিরিয়ার অর্থনৈতিক ও সামাজিক স্থিতিশীলতার পথে বড় বাধা।”

রাশিয়ার এই আহ্বানের পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক মহল কী প্রতিক্রিয়া জানায়, তা এখন দেখার বিষয়। তবে নিষেধাজ্ঞা প্রত্যাহার না হলে সিরিয়ার জনগণের দুর্ভোগ অব্যাহত থাকবে বলে মনে করছেন বিশ্লেষকরা।