ঢাকা ০৭:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১১ জুলাই ২০২৫, ২৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কর্ণফুলী ইপিজেডে ভয়াবহ অগ্নিকাণ্ড: আগুন নিয়ন্ত্রণে ৮ ইউনিটের অভিযান চারদিন সাগরে ভেসে থাকা ৯ জেলেকে উদ্ধার: এখনও নিখোঁজ ৩ বাংলাদেশে প্রথমবার মুক্তি পাচ্ছে নেপালি ছবি: ‘ন ডরাই’ এর বিনিময়ে ফয়জুল করীম: ‘দেশের রাজনৈতিক সংস্কার ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়’ বিশ্বাসীদের কবি আল মাহমুদের ৯০তম জন্মদিন আজ ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্নের পথে ইউরোপীয় ইউনিয়ন হাসপাতাল নিতে বলায় গৃহবধূকে কুপিয়ে হত্যা: আতঙ্কজনক ঘটনা ডেঙ্গু আতঙ্ক: মৃত্যু ২, হাসপাতালে ভর্তি ৩৩৭ ইসরায়েলের সমালোচনায় মার্কিন সরকারের পদক্ষেপ: জাতিসংঘ দূতের ওপর নিষেধাজ্ঞা গাজায় রক্তপাত চলছেই, তবু নেতানিয়াহুকে চাপ দেন না ট্রাম্প—কেন?”

সিরিয়ার ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান রাশিয়ার

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:১৯:৫২ অপরাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫
  • / 90

ছবি: সংগৃহীত

 

সিরিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞা সম্পূর্ণভাবে প্রত্যাহারের আহ্বান জানিয়েছে রাশিয়া। দেশটির মধ্যপ্রাচ্য ও আফ্রিকা বিষয়ক প্রেসিডেন্টের বিশেষ দূত ও উপ-পররাষ্ট্রমন্ত্রী মিখাইল বোগদানভ বলেছেন, সিরিয়ায় রাজনৈতিক বাস্তবতা বদলে যাওয়ার পরও নিষেধাজ্ঞা বহাল রাখার কোনো যৌক্তিকতা নেই।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে বোগদানভ বলেন, “পশ্চিমা বিশ্ব যদি নিজেদের যুক্তির দৃষ্টিকোণ থেকেও বিচার করে, তবে তারা বুঝবে যে, আগের সরকার অপসারণের পরও নিষেধাজ্ঞা বহাল রাখার কোনো কারণ নেই।”

তিনি জোর দিয়ে বলেন, রাশিয়া মনে করে এই নিষেধাজ্ঞাগুলো দ্রুত প্রত্যাহার করা জরুরি, কারণ এগুলো শুধুমাত্র সিরিয়ার পুনর্গঠনে বাধা সৃষ্টি করছে না, বরং দেশটির সাধারণ জনগণের দৈনন্দিন জীবনে চরম ভোগান্তি ডেকে আনছে।

বোগদানভ আরও বলেন, “এখন সংঘাতের রাজনীতি পরিহার করে সিরিয়ার জনগণকে সহায়তা করা আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রধান দায়িত্ব হওয়া উচিত। যুদ্ধ-পরবর্তী পুনর্গঠনে সকলে মিলে কাজ করাই হবে যুক্তিসঙ্গত সিদ্ধান্ত।”

তিনি উল্লেখ করেন, “এই নিষেধাজ্ঞাগুলো শুধু রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের হাতিয়ার হয়ে দাঁড়িয়েছে, যা সিরিয়ার অর্থনৈতিক ও সামাজিক স্থিতিশীলতার পথে বড় বাধা।”

রাশিয়ার এই আহ্বানের পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক মহল কী প্রতিক্রিয়া জানায়, তা এখন দেখার বিষয়। তবে নিষেধাজ্ঞা প্রত্যাহার না হলে সিরিয়ার জনগণের দুর্ভোগ অব্যাহত থাকবে বলে মনে করছেন বিশ্লেষকরা।

নিউজটি শেয়ার করুন

সিরিয়ার ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান রাশিয়ার

আপডেট সময় ১২:১৯:৫২ অপরাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫

 

সিরিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞা সম্পূর্ণভাবে প্রত্যাহারের আহ্বান জানিয়েছে রাশিয়া। দেশটির মধ্যপ্রাচ্য ও আফ্রিকা বিষয়ক প্রেসিডেন্টের বিশেষ দূত ও উপ-পররাষ্ট্রমন্ত্রী মিখাইল বোগদানভ বলেছেন, সিরিয়ায় রাজনৈতিক বাস্তবতা বদলে যাওয়ার পরও নিষেধাজ্ঞা বহাল রাখার কোনো যৌক্তিকতা নেই।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে বোগদানভ বলেন, “পশ্চিমা বিশ্ব যদি নিজেদের যুক্তির দৃষ্টিকোণ থেকেও বিচার করে, তবে তারা বুঝবে যে, আগের সরকার অপসারণের পরও নিষেধাজ্ঞা বহাল রাখার কোনো কারণ নেই।”

তিনি জোর দিয়ে বলেন, রাশিয়া মনে করে এই নিষেধাজ্ঞাগুলো দ্রুত প্রত্যাহার করা জরুরি, কারণ এগুলো শুধুমাত্র সিরিয়ার পুনর্গঠনে বাধা সৃষ্টি করছে না, বরং দেশটির সাধারণ জনগণের দৈনন্দিন জীবনে চরম ভোগান্তি ডেকে আনছে।

বোগদানভ আরও বলেন, “এখন সংঘাতের রাজনীতি পরিহার করে সিরিয়ার জনগণকে সহায়তা করা আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রধান দায়িত্ব হওয়া উচিত। যুদ্ধ-পরবর্তী পুনর্গঠনে সকলে মিলে কাজ করাই হবে যুক্তিসঙ্গত সিদ্ধান্ত।”

তিনি উল্লেখ করেন, “এই নিষেধাজ্ঞাগুলো শুধু রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের হাতিয়ার হয়ে দাঁড়িয়েছে, যা সিরিয়ার অর্থনৈতিক ও সামাজিক স্থিতিশীলতার পথে বড় বাধা।”

রাশিয়ার এই আহ্বানের পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক মহল কী প্রতিক্রিয়া জানায়, তা এখন দেখার বিষয়। তবে নিষেধাজ্ঞা প্রত্যাহার না হলে সিরিয়ার জনগণের দুর্ভোগ অব্যাহত থাকবে বলে মনে করছেন বিশ্লেষকরা।