ঢাকা ১০:৪৬ অপরাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫, ১০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম :
ইরানের সামরিক শক্তি প্রদর্শনে শুরু হচ্ছে বৃহৎ মহড়া তাসমান সাগরে চীনের সামরিক মহড়া, উড়োজাহাজের রুট পরিবর্তন ক্রিপ্টো দুনিয়ার সবচেয়ে বড় হ্যাক: Bybit থেকে উধাও ১.৪৬ বিলিয়ন ডলার! রংপুরে সরকারি ও বেসরকারি মেডিকেল শিক্ষার্থীদের ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি, সড়ক অবরোধ পেরুর শপিং সেন্টারে ফুড কোর্টের ছাদ ধসে নিহত ৩, আহত ৭৪ সুনামগঞ্জে শিরনি নিয়ে বিএনপি ও আওয়ামী লীগ সমর্থকদের সংঘর্ষ, ৩০ জন আহত পরিবেশ রক্ষাই আমাদের ভবিষ্যৎ নির্ধারণ করবে: পরিবেশ উপদেষ্টা সুযোগ পেলে রাষ্ট্র পুনর্গঠনে সর্বোচ্চ গুরুত্ব দেবে বিএনপি: তারেক রহমান তেঁতুল কাঠের ঘানি ভাঙ্গা খাঁটি সরিষার তেলের পুষ্টিগুণ, উপকারিতা ও চেনার উপায় ডিপিএলে ২০২৫ মৌসুমে নাম তুললেন সাকিব, তবে কি দেশে ফেরার ইঙ্গিত?

দেশীয় চাহিদা মিটিয়ে ভবিষ্যতে রপ্তানি হবে এলএসডি ভ্যাকসিন: প্রাণিসম্পদ উপদেষ্টা

খবরের কথা ডেস্ক

ছবি: সংগৃহীত

 

গবাদি পশুর জন্য মারাত্মক সংক্রামক রোগ লাম্পি স্কিন ডিজিজ (এলএসডি) প্রতিরোধে দেশীয় প্রযুক্তিতে উদ্ভাবিত ভ্যাকসিন ভবিষ্যতে রপ্তানির পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। তিনি বলেন, খামারিদের সচেতনতা বৃদ্ধির পাশাপাশি দেশেই টিকার উৎপাদন জোরদার করতে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট (বিএলআরআই) উদ্ভাবিত লাম্পি স্কিন ডিজিজ ভ্যাকসিন সিড হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “এলএসডি একটি আন্তঃসীমান্তীয় রোগ। এটি শুধু পশুর নয়, বরং মানুষও প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। গবাদিপশুর ক্ষতির পরিমাণ দ্রুত নিরূপণ করা জরুরি, যাতে যথাযথ ব্যবস্থা নেওয়া যায়।”

সরকার গবেষণা ও পরীক্ষাগারগুলোর সক্ষমতা বৃদ্ধির উদ্যোগ নিচ্ছে উল্লেখ করে তিনি বলেন, “জলবায়ু পরিবর্তনের ফলে নতুন রোগ-জীবাণুর আক্রমণ বাড়ছে। এজন্য বিজ্ঞানীদের প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে, যাতে ভবিষ্যতে প্রাণিসম্পদ খাতকে আরও নিরাপদ করা যায়।”

বক্তারা জানান, প্রতি বছর লাম্পি স্কিন ডিজিজ প্রাণিসম্পদ খাতে বড় ধরনের আর্থিক ক্ষতির কারণ হচ্ছে। বিদেশি ভ্যাকসিনের উচ্চমূল্য এবং স্বল্পপ্রাপ্যতার কারণে বিএলআরআই উদ্ভাবিত টিকাটি দেশে স্বল্পমূল্যে সহজলভ্য করতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএলআরআই-এর মহাপরিচালক ড. শাকিলা ফারুক। এছাড়া উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আবু সুফিয়ানসহ খাতসংশ্লিষ্ট বিশেষজ্ঞরা।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১১:১৫:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫
৫২৭ বার পড়া হয়েছে

দেশীয় চাহিদা মিটিয়ে ভবিষ্যতে রপ্তানি হবে এলএসডি ভ্যাকসিন: প্রাণিসম্পদ উপদেষ্টা

আপডেট সময় ১১:১৫:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫

 

গবাদি পশুর জন্য মারাত্মক সংক্রামক রোগ লাম্পি স্কিন ডিজিজ (এলএসডি) প্রতিরোধে দেশীয় প্রযুক্তিতে উদ্ভাবিত ভ্যাকসিন ভবিষ্যতে রপ্তানির পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। তিনি বলেন, খামারিদের সচেতনতা বৃদ্ধির পাশাপাশি দেশেই টিকার উৎপাদন জোরদার করতে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট (বিএলআরআই) উদ্ভাবিত লাম্পি স্কিন ডিজিজ ভ্যাকসিন সিড হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “এলএসডি একটি আন্তঃসীমান্তীয় রোগ। এটি শুধু পশুর নয়, বরং মানুষও প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। গবাদিপশুর ক্ষতির পরিমাণ দ্রুত নিরূপণ করা জরুরি, যাতে যথাযথ ব্যবস্থা নেওয়া যায়।”

সরকার গবেষণা ও পরীক্ষাগারগুলোর সক্ষমতা বৃদ্ধির উদ্যোগ নিচ্ছে উল্লেখ করে তিনি বলেন, “জলবায়ু পরিবর্তনের ফলে নতুন রোগ-জীবাণুর আক্রমণ বাড়ছে। এজন্য বিজ্ঞানীদের প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে, যাতে ভবিষ্যতে প্রাণিসম্পদ খাতকে আরও নিরাপদ করা যায়।”

বক্তারা জানান, প্রতি বছর লাম্পি স্কিন ডিজিজ প্রাণিসম্পদ খাতে বড় ধরনের আর্থিক ক্ষতির কারণ হচ্ছে। বিদেশি ভ্যাকসিনের উচ্চমূল্য এবং স্বল্পপ্রাপ্যতার কারণে বিএলআরআই উদ্ভাবিত টিকাটি দেশে স্বল্পমূল্যে সহজলভ্য করতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএলআরআই-এর মহাপরিচালক ড. শাকিলা ফারুক। এছাড়া উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আবু সুফিয়ানসহ খাতসংশ্লিষ্ট বিশেষজ্ঞরা।