বিমানের টিকিটের দাম নিয়ন্ত্রণে মন্ত্রণালয়ের ১০ নির্দেশনা

- আপডেট সময় ০১:০৬:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫
- / 45
বিমানের টিকিটের দাম বৃদ্ধি রোধে ১০টি নির্দেশনা জারি করেছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব রুমানা ইয়াসমিন স্বাক্ষরিত এক পরিপত্রে এ নির্দেশনাগুলো জানানো হয়।
পরিপত্রে উল্লেখিত নির্দেশনাগুলো হলো—
1. ভ্রমণেচ্ছু যাত্রীর তথ্য সংযুক্ত করে টিকিট বুকিং: গ্রুপ-টিকিটসহ যে কোনো বুকিংয়ের সময় যাত্রীর নাম, পাসপোর্ট নম্বর ও পাসপোর্টের ফটোকপি প্রদান বাধ্যতামূলক। বুকিংয়ের তিন দিনের মধ্যে টিকিট ইস্যু না হলে, তা স্বয়ংক্রিয়ভাবে বাতিল হবে।
2. আগে ব্লক করা টিকিট বিক্রির বাধ্যবাধকতা: এয়ারলাইন্স/ট্র্যাভেল এজেন্সিগুলোকে সাত দিনের মধ্যে ব্লক করা টিকিট নির্দিষ্ট যাত্রীর নামে বিক্রি নিশ্চিত করতে হবে, অন্যথায় তা স্বয়ংক্রিয়ভাবে বাতিল হবে।
3. গ্রুপ-বুকিংয়ের মূল্য প্রকাশ: গ্রুপ-বুকিং বিক্রির সঙ্গে সঙ্গে টিকিটের প্রকৃত মূল্য মন্ত্রণালয়কে জানাতে হবে এবং তা ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
4. অনলাইনে টিকিট বিক্রির বাধ্যবাধকতা: সব এয়ারলাইন্সকে অনলাইনে টিকিট বিক্রির ব্যবস্থা নিশ্চিত করতে হবে এবং টিকিটের মূল্য অনলাইনে ও টিকিটের গায়ে প্রদর্শন করতে হবে।
5. বেবিচকের অনুমোদিত ভাড়া প্রকাশ: বিমান চলাচল বিধিমালা, ১৯৮৪ অনুযায়ী নির্ধারিত ট্যারিফ মানতে হবে এবং তা বেবিচকের ওয়েবসাইটে প্রকাশ করতে হবে।
6. অতিরিক্ত মূল্যে টিকিট বিক্রি নিষিদ্ধ: এয়ারলাইন্স বা ট্র্যাভেল এজেন্সিগুলোকে বেবিচকের অনুমোদিত মূল্যের অতিরিক্ত ভাড়ায় টিকিট বিক্রি থেকে বিরত থাকতে হবে। যাত্রীদের অবশ্যই এয়ারলাইন্স থেকে পাওয়া মূল্যসংবলিত টিকিট এবং বিক্রির রশিদ দিতে হবে।
7. টিকিট মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টি নিষিদ্ধ: চাহিদার অতিরিক্ত টিকিট মজুদ করে দাম বাড়ানোর চেষ্টা করলে সংশ্লিষ্ট ট্র্যাভেল এজেন্সির নিবন্ধন সনদ স্থগিত বা বাতিল করা হবে।
8. বিদেশগামী শ্রমিকদের জন্য বিশেষ ভাড়া: ওয়ার্ক ভিসায় বিদেশগামী শ্রমিকদের জন্য বিশেষ বিমান ভাড়ার ব্যবস্থা করতে হবে।
9. প্রবাসী কর্মীদের টিকিট ভাড়া কমানো: মধ্যপ্রাচ্য ও মালয়েশিয়াগামী কর্মীদের জন্য টিকিটের মূল্য কমাতে সাত দিনের মধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।
10. অনিবন্ধিত ট্র্যাভেল এজেন্সির মাধ্যমে টিকিট বিক্রি নিষিদ্ধ: বাংলাদেশ ট্র্যাভেল এজেন্সি আইন, ২০১৩ অনুযায়ী, অনিবন্ধিত ট্র্যাভেল এজেন্সির মাধ্যমে টিকিট বিক্রি সম্পূর্ণরূপে বন্ধ করতে হবে।
এই নির্দেশনাগুলোর মাধ্যমে বিমান টিকিটের মূল্য নিয়ন্ত্রণে আনা এবং অনিয়ম প্রতিরোধ করা হবে বলে আশা করছে মন্ত্রণালয়।