ঢাকা ০৮:২৮ পূর্বাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামালের ৫৪তম শাহাদাত বার্ষিকী ভাটারায় প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র নিয়ে ভীতি প্রদর্শনের ঘটনায় এক যুবককে গ্রেফতার করেছে ডিবি চাঞ্চল্যকর ছিনতাইয়ের ঘটনায় মোটরসাইকেল ও দেশীয় অস্ত্রসহ পেশাদার ছিনতাইকারী শাকিলকে গ্রেফতার করেছে মিরপুর মডেল থানা পুলিশ যুদ্ধবিরতিতে ফিলিস্তিনিদের ‘না’, প্রস্তাবে যা বলেছে ইসরায়েল ড. ইউনূস বাংলাদেশকে নিপীড়নের ছায়া থেকে বের করে আনছেন তালেবান আর সন্ত্রাসী গোষ্ঠী নয়, রায় দিল রাশিয়া গুগল এখন অস্ত্র ও নজরদারির জন্য এআই তৈরি করছে ফ্লোরিডা স্টেট ইউনিভার্সিটিতে বন্দুকধারীর হামলায় ৫ জন নিহত, ৪ জন আহত — সন্দেহভাজন আটক ইসরায়েল সীমান্তের কাছে হিজবুল্লাহকে হটাতে কাজ করছে লেবানন সেনাবাহিনী সিরিয়ার স্বৈরশাসকের মূল্যবান সম্পদ পাচারে গোপন বিমান মিশন

শাহবাগ মোড়ে শিক্ষকদের বিক্ষোভ, আহত ৪: পুলিশি হামলায় উত্তপ্ত পরিস্থিতি

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:৫৭:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫
  • / ৫৪১ বার পড়া হয়েছে

ছবি সংগৃহীত

 

রাজধানীর শাহবাগ মোড়ে শিক্ষকদের বিক্ষোভে উত্তপ্ত হয়ে উঠেছে পরিস্থিতি। শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)-এর নিবন্ধিত নিয়োগপ্রত্যাশী এবং সুপারিশপ্রাপ্ত প্রাথমিক শিক্ষকরা সোমবার দুপুরে সড়ক অবরোধ করে প্রতিবাদ জানাতে থাকেন। তাদের দাবির মধ্যে অন্যতম হলো, তৃতীয় ধাপে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া দ্রুত শুরু করা এবং নিবন্ধিত শিক্ষকদের নিয়োগ দেওয়া।

দুপুর সাড়ে ১২টা থেকে শুরু হওয়া এই বিক্ষোভে পুলিশ ২টার দিকে লাঠিচার্জ এবং জলকামান, সাউন্ড গ্রেনেড ও টিয়ার গ্যাস ব্যবহার করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে চেষ্টা করে। এতে দুই শিক্ষকসহ চারজন আহত হন। তবে, পরিস্থিতি শান্ত না হলে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিক্ষোভ চলতে থাকে।

শিক্ষকরা অভিযোগ করেছেন, সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি তিনটি ধাপে দেওয়া হলেও, প্রথম ও দ্বিতীয় ধাপের নিয়োগ সম্পন্ন হলেও তৃতীয় ধাপের কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। অন্যদিকে, এনটিআরসিএ নিবন্ধিত নিয়োগপ্রত্যাশীরা বলছেন, তাদের যোগ্যতা থাকা সত্ত্বেও নিয়োগপ্রক্রিয়ায় দুর্নীতি চলছে এবং নতুন প্রার্থীদের খোঁজা হচ্ছে, যা তাদের কাছে অগ্রহণযোগ্য।

আন্দোলনকারী আখলিমা আক্তার বলেন, “সুপারিশ পেয়েও যোগ দিতে না পারার কারণে ৬ হাজার ৫৩১টি পরিবার বিপদে পড়েছে। আমরা মানবেতর জীবনযাপন করছি।”

পুলিশি হামলার শিকার হয়েছেন প্রাথমিক শিক্ষক রিয়াজ উদ্দিন, নাজমুন নাহার কণা, শিক্ষার্থী সিমা আক্তার ও তানজিলা আক্তার। আহত শিক্ষার্থীরা জানিয়েছেন, পুলিশ তাদের একদিকে আক্রমণ করেছে এবং এক অন্তঃসত্ত্বা নারীকে লাঠিপেটা করা হয়, যার প্রতিবাদ করায় তাদের ওপরও লাঠিচার্জ করা হয়।

এদিকে, পুলিশ জানিয়েছে, আন্দোলনকারীদের বারবার সড়ক ছেড়ে যেতে বলা হলেও তারা তা মানেনি, তাই বাধ্য হয়ে পুলিশি ব্যবস্থা নেওয়া হয়েছে।

 

নিউজটি শেয়ার করুন

শাহবাগ মোড়ে শিক্ষকদের বিক্ষোভ, আহত ৪: পুলিশি হামলায় উত্তপ্ত পরিস্থিতি

আপডেট সময় ০৫:৫৭:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫

 

রাজধানীর শাহবাগ মোড়ে শিক্ষকদের বিক্ষোভে উত্তপ্ত হয়ে উঠেছে পরিস্থিতি। শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)-এর নিবন্ধিত নিয়োগপ্রত্যাশী এবং সুপারিশপ্রাপ্ত প্রাথমিক শিক্ষকরা সোমবার দুপুরে সড়ক অবরোধ করে প্রতিবাদ জানাতে থাকেন। তাদের দাবির মধ্যে অন্যতম হলো, তৃতীয় ধাপে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া দ্রুত শুরু করা এবং নিবন্ধিত শিক্ষকদের নিয়োগ দেওয়া।

দুপুর সাড়ে ১২টা থেকে শুরু হওয়া এই বিক্ষোভে পুলিশ ২টার দিকে লাঠিচার্জ এবং জলকামান, সাউন্ড গ্রেনেড ও টিয়ার গ্যাস ব্যবহার করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে চেষ্টা করে। এতে দুই শিক্ষকসহ চারজন আহত হন। তবে, পরিস্থিতি শান্ত না হলে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিক্ষোভ চলতে থাকে।

শিক্ষকরা অভিযোগ করেছেন, সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি তিনটি ধাপে দেওয়া হলেও, প্রথম ও দ্বিতীয় ধাপের নিয়োগ সম্পন্ন হলেও তৃতীয় ধাপের কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। অন্যদিকে, এনটিআরসিএ নিবন্ধিত নিয়োগপ্রত্যাশীরা বলছেন, তাদের যোগ্যতা থাকা সত্ত্বেও নিয়োগপ্রক্রিয়ায় দুর্নীতি চলছে এবং নতুন প্রার্থীদের খোঁজা হচ্ছে, যা তাদের কাছে অগ্রহণযোগ্য।

আন্দোলনকারী আখলিমা আক্তার বলেন, “সুপারিশ পেয়েও যোগ দিতে না পারার কারণে ৬ হাজার ৫৩১টি পরিবার বিপদে পড়েছে। আমরা মানবেতর জীবনযাপন করছি।”

পুলিশি হামলার শিকার হয়েছেন প্রাথমিক শিক্ষক রিয়াজ উদ্দিন, নাজমুন নাহার কণা, শিক্ষার্থী সিমা আক্তার ও তানজিলা আক্তার। আহত শিক্ষার্থীরা জানিয়েছেন, পুলিশ তাদের একদিকে আক্রমণ করেছে এবং এক অন্তঃসত্ত্বা নারীকে লাঠিপেটা করা হয়, যার প্রতিবাদ করায় তাদের ওপরও লাঠিচার্জ করা হয়।

এদিকে, পুলিশ জানিয়েছে, আন্দোলনকারীদের বারবার সড়ক ছেড়ে যেতে বলা হলেও তারা তা মানেনি, তাই বাধ্য হয়ে পুলিশি ব্যবস্থা নেওয়া হয়েছে।