ঢাকা ০৩:৪১ পূর্বাহ্ন, শনিবার, ০২ অগাস্ট ২০২৫, ১৭ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
বাংলাদেশের পর ভারতে বিপাকে পড়লেন নৃত্যশিল্পী নোয়েল নাটোরের বনপাড়ায় সেনা অভিযানে ৩০০ গ্রাম গাঁজা উদ্ধার। যুবদল কর্মী হত্যা মামলায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন বাতিল কানাডার ফিলিস্তিন সিদ্ধান্তের জবাবে ট্রাম্পের বাণিজ্যিক প্রতিশোধ ট্রাম্প বললেন ‘ভারত চাইলে অর্থনীতি ডুবাক’- তেল আমদানিতে ধাক্কা বাংলাদেশের শুল্ক আলোচনায় কূটনৈতিক সাফল্য দেখছেন ড্যানিলোভিচ সেনবাগ থানা পুলিশের অভিযানে নকল স্বর্ণ প্রতারক চক্রের ২ সদস্য গ্রেফতার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ফাইন আর্টস ক্লাবের নেতৃত্বে সুমন ও ফুয়াদ রংপুরে হিন্দুদের বাড়িতে হামলার ঘটনায় ৫ জনের দুই দিনের রিমান্ড মঞ্জুর কিছুদিনের মধ্যেই নির্বাচনের ঘোষণা শুনবেন: আসিফ নজরুল

দেশে মাথাপিছু আয় কমলো, জিডিপি প্রবৃদ্ধিও ধীরগতিতে, জানালো বিবিএস

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:০৩:৩৯ অপরাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫
  • / 194

ছবি সংগৃহীত

 

বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় কমেছে। ২০২৩-২৪ অর্থবছরের চূড়ান্ত হিসাবে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) জানিয়েছে, বর্তমানে মাথাপিছু আয় ২ হাজার ৭৩৮ মার্কিন ডলার। সাময়িক হিসাবে এটি ছিল ২ হাজার ৭৮৪ ডলার, অর্থাৎ আয় কমেছে ৪৬ ডলার।

বিবিএসের প্রকাশিত তথ্যে আরও দেখা গেছে, জিডিপি প্রবৃদ্ধির হারও আশানুরূপ হয়নি। সাময়িক হিসাবে ৫.৮২ শতাংশ প্রবৃদ্ধির পূর্বাভাস দেওয়া হলেও চূড়ান্ত হিসাবে তা নেমে এসেছে ৪.২২ শতাংশে, যা তিন বছরের মধ্যে সর্বনিম্ন।

বিশ্লেষকরা বলছেন, ডলারের বিনিময় হার বেড়ে যাওয়ার কারণেই মাথাপিছু আয়ের এই হ্রাস। ২০২৩-২৪ অর্থবছরে মার্কিন ডলারের গড় বিনিময় হার ছিল ১১১.০৬ টাকা, যা আগের বছরগুলোর তুলনায় অনেক বেশি। তবে টাকার হিসাবে মাথাপিছু আয় বেড়েছে, যা বর্তমানে ৩ লাখ ৪ হাজার ১০২ টাকা।

গত তিন বছর ধরে ধারাবাহিকভাবে মাথাপিছু আয় কমছে। ২০২১-২২ অর্থবছরে এটি ছিল ২ হাজার ৭৯৩ ডলার, যা এযাবৎকালের সর্বোচ্চ। ২০২২-২৩ অর্থবছরে তা কমে দাঁড়ায় ২ হাজার ৭৪৯ ডলারে।

অর্থনীতিবিদদের মতে, আমদানি ব্যয় বৃদ্ধি, রপ্তানি প্রবৃদ্ধির ধীরগতি ও বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে যাওয়ার প্রভাব জিডিপি প্রবৃদ্ধিতেও পড়েছে। ফলে অর্থনৈতিক অগ্রগতি ধরে রাখতে কাঠামোগত সংস্কার ও বিনিয়োগ পরিবেশ উন্নত করা জরুরি হয়ে পড়েছে।

 

নিউজটি শেয়ার করুন

দেশে মাথাপিছু আয় কমলো, জিডিপি প্রবৃদ্ধিও ধীরগতিতে, জানালো বিবিএস

আপডেট সময় ০৪:০৩:৩৯ অপরাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫

 

বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় কমেছে। ২০২৩-২৪ অর্থবছরের চূড়ান্ত হিসাবে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) জানিয়েছে, বর্তমানে মাথাপিছু আয় ২ হাজার ৭৩৮ মার্কিন ডলার। সাময়িক হিসাবে এটি ছিল ২ হাজার ৭৮৪ ডলার, অর্থাৎ আয় কমেছে ৪৬ ডলার।

বিবিএসের প্রকাশিত তথ্যে আরও দেখা গেছে, জিডিপি প্রবৃদ্ধির হারও আশানুরূপ হয়নি। সাময়িক হিসাবে ৫.৮২ শতাংশ প্রবৃদ্ধির পূর্বাভাস দেওয়া হলেও চূড়ান্ত হিসাবে তা নেমে এসেছে ৪.২২ শতাংশে, যা তিন বছরের মধ্যে সর্বনিম্ন।

বিশ্লেষকরা বলছেন, ডলারের বিনিময় হার বেড়ে যাওয়ার কারণেই মাথাপিছু আয়ের এই হ্রাস। ২০২৩-২৪ অর্থবছরে মার্কিন ডলারের গড় বিনিময় হার ছিল ১১১.০৬ টাকা, যা আগের বছরগুলোর তুলনায় অনেক বেশি। তবে টাকার হিসাবে মাথাপিছু আয় বেড়েছে, যা বর্তমানে ৩ লাখ ৪ হাজার ১০২ টাকা।

গত তিন বছর ধরে ধারাবাহিকভাবে মাথাপিছু আয় কমছে। ২০২১-২২ অর্থবছরে এটি ছিল ২ হাজার ৭৯৩ ডলার, যা এযাবৎকালের সর্বোচ্চ। ২০২২-২৩ অর্থবছরে তা কমে দাঁড়ায় ২ হাজার ৭৪৯ ডলারে।

অর্থনীতিবিদদের মতে, আমদানি ব্যয় বৃদ্ধি, রপ্তানি প্রবৃদ্ধির ধীরগতি ও বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে যাওয়ার প্রভাব জিডিপি প্রবৃদ্ধিতেও পড়েছে। ফলে অর্থনৈতিক অগ্রগতি ধরে রাখতে কাঠামোগত সংস্কার ও বিনিয়োগ পরিবেশ উন্নত করা জরুরি হয়ে পড়েছে।