ঢাকা ০৮:২০ অপরাহ্ন, শুক্রবার, ২৩ মে ২০২৫, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ইয়ামালকে ১০ গুণ বেশি বেতন দিতে চলেছে বার্সা: তরুণ তারকার জন্য বিশাল বিনিয়োগ ময়মনসিংহে বাণিজ্যিক আঙ্গুর চাষে সুমনের অভাবনীয় সাফল্য বৃষ্টির সম্ভাবনা থাকলেও বাড়বে তাপমাত্রা, ঢাকা থাকছে মেঘাচ্ছন্ন টিকিট জোগাড়ে প্রস্তুতি: ২ জুনের ট্রেন টিকিট আজ বিক্রি শুরু মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৫৯৭ অভিবাসী আটক: ব্যাপক ধরপাকড় অভিযান মাইক্রোসফটে অভ্যন্তরীণ ইমেইলে “ফিলিস্তিন” শব্দ নিষিদ্ধ মার্কিন-বিরোধী উস্কানির অভিযোগ: হার্ভার্ডে বিদেশি শিক্ষার্থী ভর্তি বন্ধ করল ট্রাম্প সরকারি দৈনিকভিত্তিক শ্রমিকদের মজুরি বাড়লো: কার্যকর ১ জুলাই থেকে ভূমি সেবায় হয়রানির অবসান ঘটাতে মন্ত্রণালয় অঙ্গীকারাবদ্ধ: সিনিয়র সচিব কাশ্মীরে বন্দুকযুদ্ধে ১ ভারতীয় সেনা নিহত: নতুন করে বাড়ছে উত্তেজনা

ছত্তিশগড়ে রক্তক্ষয়ী বন্দুকযুদ্ধ: নিহত ৩৩, উত্তপ্ত মাওবাদী অধ্যুষিত এলাকা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:০১:৫০ অপরাহ্ন, রবিবার, ৯ ফেব্রুয়ারী ২০২৫
  • / 55

ছবি সংগৃহীত

 

ভারতের ছত্তিশগড়ে নিরাপত্তা বাহিনীর সঙ্গে ভয়াবহ বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন ৩১ মাওবাদী এবং দুই নিরাপত্তা সদস্য। বিজাপুর জেলার দুর্গম জঙ্গলে রোববার (৯ ফেব্রুয়ারি) সকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, কেন্দ্রীয় আধা-সামরিক বাহিনী সিআরপিএফ, ছত্তিশগড় সশস্ত্র পুলিশ এবং কোবরা ইউনিটের যৌথ অভিযানে এই সংঘর্ষ হয়। মাওবাদীদের পাল্টা আক্রমণে দুই নিরাপত্তা সদস্য নিহত হন এবং গুরুতর আহত হয়েছেন আরও দুইজন।

পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজাপুরের জঙ্গলে মাওবাদীদের ‘পশ্চিম বস্তার ডিভিশন’-এর শক্ত ঘাঁটি চিহ্নিত করা হয়। এরপর শনিবার রাত থেকে শুরু হয় অভিযান, যা রোববার ভোরে রক্তক্ষয়ী বন্দুকযুদ্ধে রূপ নেয়।

গত ৩ জানুয়ারি থেকে যৌথবাহিনী ছত্তিশগড়ের মাওবাদী অধ্যুষিত বিভিন্ন এলাকায় নতুন করে অভিযান জোরদার করেছে। বিজাপুর ও সুকমা ছাড়াও নারায়ণপুর, দন্তেওয়াড়া, জগদলপুর, কাঁকের ও কোন্ডাগাঁও জেলার পাহাড়ি ও জঙ্গল এলাকায় চলছে ব্যাপক তল্লাশি।

উল্লেখ্য, এক সপ্তাহ আগেই বিজাপুরে আরেকটি বন্দুকযুদ্ধে আটজন মাওবাদী নিহত হন। ২০২৩ সালে সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ভারতজুড়ে অন্তত ২০৭ জন মাওবাদী নিহত হয়েছেন। দীর্ঘদিন ধরে বস্তার অঞ্চলে সক্রিয় থাকা মাওবাদীদের বিরুদ্ধে এই লাগাতার অভিযানে সন্ত্রাসী কার্যকলাপ কতটা দমন হবে, সেটাই এখন দেখার বিষয়।

 

নিউজটি শেয়ার করুন

ছত্তিশগড়ে রক্তক্ষয়ী বন্দুকযুদ্ধ: নিহত ৩৩, উত্তপ্ত মাওবাদী অধ্যুষিত এলাকা

আপডেট সময় ০৭:০১:৫০ অপরাহ্ন, রবিবার, ৯ ফেব্রুয়ারী ২০২৫

 

ভারতের ছত্তিশগড়ে নিরাপত্তা বাহিনীর সঙ্গে ভয়াবহ বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন ৩১ মাওবাদী এবং দুই নিরাপত্তা সদস্য। বিজাপুর জেলার দুর্গম জঙ্গলে রোববার (৯ ফেব্রুয়ারি) সকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, কেন্দ্রীয় আধা-সামরিক বাহিনী সিআরপিএফ, ছত্তিশগড় সশস্ত্র পুলিশ এবং কোবরা ইউনিটের যৌথ অভিযানে এই সংঘর্ষ হয়। মাওবাদীদের পাল্টা আক্রমণে দুই নিরাপত্তা সদস্য নিহত হন এবং গুরুতর আহত হয়েছেন আরও দুইজন।

পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজাপুরের জঙ্গলে মাওবাদীদের ‘পশ্চিম বস্তার ডিভিশন’-এর শক্ত ঘাঁটি চিহ্নিত করা হয়। এরপর শনিবার রাত থেকে শুরু হয় অভিযান, যা রোববার ভোরে রক্তক্ষয়ী বন্দুকযুদ্ধে রূপ নেয়।

গত ৩ জানুয়ারি থেকে যৌথবাহিনী ছত্তিশগড়ের মাওবাদী অধ্যুষিত বিভিন্ন এলাকায় নতুন করে অভিযান জোরদার করেছে। বিজাপুর ও সুকমা ছাড়াও নারায়ণপুর, দন্তেওয়াড়া, জগদলপুর, কাঁকের ও কোন্ডাগাঁও জেলার পাহাড়ি ও জঙ্গল এলাকায় চলছে ব্যাপক তল্লাশি।

উল্লেখ্য, এক সপ্তাহ আগেই বিজাপুরে আরেকটি বন্দুকযুদ্ধে আটজন মাওবাদী নিহত হন। ২০২৩ সালে সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ভারতজুড়ে অন্তত ২০৭ জন মাওবাদী নিহত হয়েছেন। দীর্ঘদিন ধরে বস্তার অঞ্চলে সক্রিয় থাকা মাওবাদীদের বিরুদ্ধে এই লাগাতার অভিযানে সন্ত্রাসী কার্যকলাপ কতটা দমন হবে, সেটাই এখন দেখার বিষয়।