ঢাকা ০৫:১১ অপরাহ্ন, রবিবার, ০২ ফেব্রুয়ারী ২০২৫, ২০ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম :
অর্থাভাবে থেমে থাকেনি মিমির পথচলা, পাশে দাঁড়ালেন তারেক রহমান ট্রাম্পের নির্দেশে সোমালিয়ায় আইএসের ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের বিমান হামলা নারী ফুটবলারদের বিদ্রোহ: কোচকে বর্জন, জাতীয় দলের ভবিষ্যৎ অনিশ্চিত ইউক্রেনে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় নিহত ১৫, আহত ৪ শিশুসহ ১৬ রাষ্ট্র পুনর্গঠনই দেশের ভবিষ্যৎ, পিছিয়ে গেলে ক্ষতিগ্রস্থ হবে সাধারণ মানুষ: তারেক রহমান বিশ্ববিদ্যালয়ের স্বীকৃতি না পেলে আন্দোলন চলবে, অবরোধ ও অনশনের ঘোষণা তিতুমীর কলেজ শিক্ষার্থীদের বাংলাদেশিসহ ৪৩ অভিবাসীর ইতালিতে ফেরা নিশ্চিত, আদালতের নির্দেশ কার্যকর সুদানে আরএসএফের হামলায় ৫৪ জন নিহত, আহত শতাধিক অপহরণের প্রকোপ: চার মাসে ৩০২ অপহরণ, উদ্বেগ-আতঙ্কে সাধারণ মানুষ কানাডা, মেক্সিকো ও চীনের ওপর ট্রাম্পের নতুন শুল্ক, বিশ্ব অর্থনীতিতে বিপর্যয়ের শঙ্কা

বিশ্ববিদ্যালয়ের স্বীকৃতি না পেলে আন্দোলন চলবে, অবরোধ ও অনশনের ঘোষণা তিতুমীর কলেজ শিক্ষার্থীদের

খবরের কথা ডেস্ক

 

সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় হিসেবে স্বীকৃতি না দেওয়া পর্যন্ত অবরোধ ও আমরণ অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

শনিবার (১ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে কলেজের সামনে এই ঘোষণা দেন শিক্ষার্থী মাহমুদুল হাসান। তিনি জানান, সাত দফা থেকে সরে এসে এখন একদফা দাবিতেই আন্দোলন চলবে তিতুমীর কলেজকে অবিলম্বে বিশ্ববিদ্যালয়ের মর্যাদা দিতে হবে।

মাহমুদুল হাসান বলেন, “শিক্ষা মন্ত্রণালয়ের বিবৃতি আমরা প্রত্যাখ্যান করছি। আমাদের একটাই দাবি সরকারের দায়িত্বশীল কেউ এসে ঘোষণা দেবেন, তিতুমীর কলেজ এখন থেকে বিশ্ববিদ্যালয়। তবেই আমরা রাজপথ ছেড়ে পড়ার টেবিলে ফিরব।” শিক্ষার্থীদের ‘বারাসাত ব্যারিকেড টু নর্থ সিটি’ কর্মসূচিও চলবে বলে জানান তিনি।

এর আগে শনিবার বিকেল সাড়ে চারটা থেকে শিক্ষার্থীরা মহাখালী-গুলশান সংযোগ সড়কে অবরোধ করেন। এতে বীর উত্তম এ কে খন্দকার সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়, ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। আন্দোলনকারীরা বলছেন, তিতুমীর কলেজ দেশের বৃহৎ সরকারি কলেজগুলোর একটি, যেখানে হাজারো শিক্ষার্থী পড়াশোনা করছেন। উচ্চশিক্ষার মানোন্নয়ন ও প্রশাসনিক কাঠামোর উন্নয়নের জন্য একে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা জরুরি।

এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। তবে শিক্ষার্থীরা বলছেন, দাবি না মানা পর্যন্ত তাদের আন্দোলন চলবে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০১:৩৯:২৪ অপরাহ্ন, রবিবার, ২ ফেব্রুয়ারী ২০২৫
৫১১ বার পড়া হয়েছে

বিশ্ববিদ্যালয়ের স্বীকৃতি না পেলে আন্দোলন চলবে, অবরোধ ও অনশনের ঘোষণা তিতুমীর কলেজ শিক্ষার্থীদের

আপডেট সময় ০১:৩৯:২৪ অপরাহ্ন, রবিবার, ২ ফেব্রুয়ারী ২০২৫

 

সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় হিসেবে স্বীকৃতি না দেওয়া পর্যন্ত অবরোধ ও আমরণ অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

শনিবার (১ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে কলেজের সামনে এই ঘোষণা দেন শিক্ষার্থী মাহমুদুল হাসান। তিনি জানান, সাত দফা থেকে সরে এসে এখন একদফা দাবিতেই আন্দোলন চলবে তিতুমীর কলেজকে অবিলম্বে বিশ্ববিদ্যালয়ের মর্যাদা দিতে হবে।

মাহমুদুল হাসান বলেন, “শিক্ষা মন্ত্রণালয়ের বিবৃতি আমরা প্রত্যাখ্যান করছি। আমাদের একটাই দাবি সরকারের দায়িত্বশীল কেউ এসে ঘোষণা দেবেন, তিতুমীর কলেজ এখন থেকে বিশ্ববিদ্যালয়। তবেই আমরা রাজপথ ছেড়ে পড়ার টেবিলে ফিরব।” শিক্ষার্থীদের ‘বারাসাত ব্যারিকেড টু নর্থ সিটি’ কর্মসূচিও চলবে বলে জানান তিনি।

এর আগে শনিবার বিকেল সাড়ে চারটা থেকে শিক্ষার্থীরা মহাখালী-গুলশান সংযোগ সড়কে অবরোধ করেন। এতে বীর উত্তম এ কে খন্দকার সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়, ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। আন্দোলনকারীরা বলছেন, তিতুমীর কলেজ দেশের বৃহৎ সরকারি কলেজগুলোর একটি, যেখানে হাজারো শিক্ষার্থী পড়াশোনা করছেন। উচ্চশিক্ষার মানোন্নয়ন ও প্রশাসনিক কাঠামোর উন্নয়নের জন্য একে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা জরুরি।

এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। তবে শিক্ষার্থীরা বলছেন, দাবি না মানা পর্যন্ত তাদের আন্দোলন চলবে।