ঢাকা ১০:৫৫ অপরাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫, ১৪ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম :
লেবানন-ইসরায়েল যুদ্ধবিরতির মেয়াদ ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ল। মুলতানে গ্যাস ট্যাঙ্কার বিস্ফোরণে নিহত ৬, আহত ৩১ শিক্ষার্থীদের সংঘর্ষ: পরিস্থিতি দ্রুত সমাধানের আশ্বাস স্বরাষ্ট্র উপদেষ্টার গ্রিনল্যান্ড কিনতে মরিয়া, গা*জা খালি করার চেষ্টায় ট্রাম্পের নতুন পরিকল্পনা তালেবান ও যুক্তরাষ্ট্রের বন্দিবিনিময়: মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর হুঁশিয়ারি কলম্বিয়ায় মার্কিন সামরিক উড়োজাহাজের অবতরণ ব্যাহত, ট্রাম্পের পাল্টা শুল্ক আরোপের হুমকি ভ্যালেন্সিয়াকে ৭-১ গোলে বিধ্বস্ত করে গোলবন্যায় বার্সেলোনা চরমোনাই পীরের সঙ্গে আজ সাক্ষাৎ করবেন মির্জা ফখরুল রোহিঙ্গা সহায়তায় যুক্তরাষ্ট্রের অব্যাহত অঙ্গীকার লণ্ডভণ্ড জাতীয় সংসদ ভবন, পুনর্গঠনে প্রয়োজন ৩০০ কোটি টাকা

সৌদি কোম্পানির মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দরে বিনিয়োগের আগ্রহ

খবরের কথা ডেস্ক

ছবি সংগৃহীত

 

সৌদি আরবভিত্তিক বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান রেড সি গেটওয়ে টার্মিনাল বাংলাদেশের মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর পরিচালনায় আগ্রহ প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির নির্বাহী চেয়ারম্যান আমের এ আলিরেজা সম্প্রতি সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলনের ফাঁকে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করে এই আগ্রহের কথা জানান।

আলিরেজা বলেন, মাতারবাড়ীকে দক্ষিণ এশিয়ার অন্যতম বড় ও আধুনিক বন্দরে রূপান্তর করতে তাঁদের প্রতিষ্ঠান কার্যকর ভূমিকা রাখতে পারে। পাশাপাশি, এটি বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও রপ্তানি সক্ষমতা বাড়াতে সহায়তা করবে।

অধ্যাপক ইউনূস সৌদি প্রতিষ্ঠানটিকে বাংলাদেশে আরও বিনিয়োগের আহ্বান জানান এবং বঙ্গোপসাগর অঞ্চলে নতুন বন্দর নির্মাণের পরিকল্পনার কথা উল্লেখ করেন। তিনি বলেন, ভবিষ্যতে চট্টগ্রামকে দক্ষিণ এশিয়ার রপ্তানি ও শিপিং হাবে পরিণত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

রেড সি গেটওয়ে বর্তমানে পতেঙ্গা টার্মিনাল পরিচালনার সঙ্গে যুক্ত এবং সেখানে দক্ষতা বৃদ্ধি ও সক্ষমতা বাড়াতে ২০০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের পরিকল্পনা করছে। ইতোমধ্যে চীন থেকে ২৫ মিলিয়ন ডলার মূল্যের কনটেইনার হ্যান্ডলিং ক্রেন এবং অন্যান্য সরঞ্জাম আমদানির অর্ডার দিয়েছে, যা আগামী কয়েক সপ্তাহের মধ্যেই দেশে পৌঁছাবে।

আমের এ আলিরেজা জানান, মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দরকে একটি প্রধান শিপিং হাবে পরিণত করার লক্ষ্যে তাঁদের প্রতিষ্ঠান বিনিয়োগে আগ্রহী। তিনি আরও বলেন, চট্টগ্রাম বন্দরের দক্ষতা বৃদ্ধির ফলে বাংলাদেশে বৈশ্বিক বিনিয়োগ বাড়বে। এর মাধ্যমে শীর্ষস্থানীয় আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলো বাংলাদেশে তাদের শিল্পকারখানা স্থানান্তরে আগ্রহী হবে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১০:৫২:০৫ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫
৫১০ বার পড়া হয়েছে

সৌদি কোম্পানির মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দরে বিনিয়োগের আগ্রহ

আপডেট সময় ১০:৫২:০৫ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫

 

সৌদি আরবভিত্তিক বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান রেড সি গেটওয়ে টার্মিনাল বাংলাদেশের মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর পরিচালনায় আগ্রহ প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির নির্বাহী চেয়ারম্যান আমের এ আলিরেজা সম্প্রতি সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলনের ফাঁকে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করে এই আগ্রহের কথা জানান।

আলিরেজা বলেন, মাতারবাড়ীকে দক্ষিণ এশিয়ার অন্যতম বড় ও আধুনিক বন্দরে রূপান্তর করতে তাঁদের প্রতিষ্ঠান কার্যকর ভূমিকা রাখতে পারে। পাশাপাশি, এটি বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও রপ্তানি সক্ষমতা বাড়াতে সহায়তা করবে।

অধ্যাপক ইউনূস সৌদি প্রতিষ্ঠানটিকে বাংলাদেশে আরও বিনিয়োগের আহ্বান জানান এবং বঙ্গোপসাগর অঞ্চলে নতুন বন্দর নির্মাণের পরিকল্পনার কথা উল্লেখ করেন। তিনি বলেন, ভবিষ্যতে চট্টগ্রামকে দক্ষিণ এশিয়ার রপ্তানি ও শিপিং হাবে পরিণত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

রেড সি গেটওয়ে বর্তমানে পতেঙ্গা টার্মিনাল পরিচালনার সঙ্গে যুক্ত এবং সেখানে দক্ষতা বৃদ্ধি ও সক্ষমতা বাড়াতে ২০০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের পরিকল্পনা করছে। ইতোমধ্যে চীন থেকে ২৫ মিলিয়ন ডলার মূল্যের কনটেইনার হ্যান্ডলিং ক্রেন এবং অন্যান্য সরঞ্জাম আমদানির অর্ডার দিয়েছে, যা আগামী কয়েক সপ্তাহের মধ্যেই দেশে পৌঁছাবে।

আমের এ আলিরেজা জানান, মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দরকে একটি প্রধান শিপিং হাবে পরিণত করার লক্ষ্যে তাঁদের প্রতিষ্ঠান বিনিয়োগে আগ্রহী। তিনি আরও বলেন, চট্টগ্রাম বন্দরের দক্ষতা বৃদ্ধির ফলে বাংলাদেশে বৈশ্বিক বিনিয়োগ বাড়বে। এর মাধ্যমে শীর্ষস্থানীয় আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলো বাংলাদেশে তাদের শিল্পকারখানা স্থানান্তরে আগ্রহী হবে।