শিরোনাম :
আন্তর্জাতিক
ইউক্রেন যুদ্ধ বন্ধ না হলে রাশিয়ার ওপর কঠোর নিষেধাজ্ঞার হুঁশিয়ারি ট্রাম্পের
যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়াকে সতর্ক করে বলেছেন, ইউক্রেনে চলমান যুদ্ধ বন্ধ না হলে মস্কোর ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হবে। ক্ষমতা গ্রহণের পর থেকেই নিজের প্রতিশ্রুতি বাস্তবায়নে তৎপর ট্রাম্প।
হোয়াইট হাউজে ফিরে আসার পর ট্রাম্প প্রথমেই বিশ্বব্যাপী যুদ্ধ নিরসনের উদ্যোগ নেওয়ার প্রতিশ্রুতি দেন। এরই অংশ হিসেবে তিনি রাশিয়া-ইউক্রেন সংঘাত বন্ধের ওপর জোর দিচ্ছেন। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে একাধিকবার হুঁশিয়ারি দিয়ে তিনি জানিয়েছেন, যুদ্ধ চলতে থাকলে রাশিয়ার ওপর কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করা হবে।
ট্রাম্প তাঁর নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ এক পোস্টে লিখেছেন, “ইউক্রেনে যুদ্ধ অবিলম্বে বন্ধ হওয়া উচিত। যুদ্ধ বন্ধে উদ্যোগ না নিলে রাশিয়াকে বড় ধরনের অর্থনৈতিক মূল্য দিতে হবে।”