শিরোনাম :
আন্তর্জাতিক
আট দিন পর সিরিয়ার বন্দরে প্রবেশের অনুমতি পেলো রুশ কার্গো জাহাজ ‘স্পার্টা থ্রি’
সিরিয়ার তারতুস বন্দরে প্রবেশ করেছে রুশ কার্গো জাহাজ ‘স্পার্টা থ্রি’। দীর্ঘ আট দিন ধরে নোঙর করা অবস্থায় থাকার পর অবশেষে সিরিয়ার নতুন কর্তৃপক্ষের অনুমতি পেয়ে জাহাজটি বন্দরে প্রবেশ করে।
জানা গেছে, এই জাহাজটি সিরিয়া থেকে সামরিক সরঞ্জাম এবং অস্ত্র সরিয়ে নিতে ব্যবহার করবে রাশিয়া। উল্লেখ্য, তারতুস বন্দরটি একটি রুশ নৌ-ঘাঁটির অবস্থানস্থল।