শিরোনাম :
ব্রিটিশ নৌবাহিনীর প্রথম স্বয়ংক্রিয় হেলিকপ্টারের সফল প্রথম উড্ডয়ন
খবরের কথা ডেস্ক
- আপডেট সময় ০৩:০৬:৫৬ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬
- / 29
ব্রিটেনের রয়্যাল নেভি ঘোষণা দিয়েছে, তাদের প্রথম পূর্ণমাত্রার স্বয়ংক্রিয় (মানববিহীন) হেলিকপ্টার সফলভাবে প্রথম উড্ডয়ন সম্পন্ন করেছে।
এই মানববিহীন হেলিকপ্টারটির নাম ‘প্রোটিয়াস (Proteus)’। এটি একটি সংক্ষিপ্ত পরীক্ষামূলক ফ্লাইট সম্পন্ন করেছে। প্রকল্পটি ৬০ মিলিয়ন পাউন্ড (প্রায় ৮০.৫ মিলিয়ন মার্কিন ডলার) ব্যয়ে বাস্তবায়িত হচ্ছে।
ইতালীয় প্রতিরক্ষা প্রতিষ্ঠান লিওনার্দো (Leonardo) নির্মিত এই হেলিকপ্টারটিতে রয়েছে উন্নত সেন্সর ও কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) নির্ভর সফটওয়্যার, যা পারিপার্শ্বিক পরিবেশ বিশ্লেষণ করে স্বয়ংক্রিয়ভাবে অপারেশনাল সিদ্ধান্ত নিতে সক্ষম।
রয়্যাল নেভি জানিয়েছে, প্রোটিয়াস মূলত সাবমেরিনবিরোধী যুদ্ধ, সামুদ্রিক টহল এবং পানির নিচের যান ও জাহাজ শনাক্ত ও অনুসরণে ব্যবহৃত হবে।
























