শিরোনাম :
ঢাকায় আংশিক মেঘলা ও কুয়াশার সম্ভাবনা
খবরের কথা ডেস্ক
- আপডেট সময় ১০:৩৫:১১ পূর্বাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬
- / 28
রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় আজ হালকা থেকে মাঝারি মাত্রার কুয়াশা পড়তে পারে। একই সঙ্গে আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া থাকবে মূলত শুষ্ক।
শনিবার সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য দেওয়া আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।
অধিদপ্তরের তথ্যমতে, আজ সকাল ৬টায় ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৭ ডিগ্রি সেলসিয়াস। সে সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৭৬ শতাংশ।
পূর্বাভাসে আরও বলা হয়েছে, আজ দিনের তাপমাত্রায় বড় কোনো পরিবর্তন আসার সম্ভাবনা নেই। এ সময় উত্তর অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার গতিতে বাতাস বয়ে যেতে পারে।
এর আগে গতকাল শুক্রবার ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭ ডিগ্রি সেলসিয়াস। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

























