লন্ডনে চীনের প্রস্তাবিত দূতাবাসে গোপন বেসমেন্ট ঘিরে নিরাপত্তা উদ্বেগ
- আপডেট সময় ০৯:৫০:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬
- / 50
ব্রিটিশ দৈনিক দ্য টেলিগ্রাফ–এর অনুসন্ধানে প্রকাশ পেয়েছে, লন্ডনে চীনের প্রস্তাবিত “সুপার এম্বাসি” ভবনের নিচে একটি গোপন ভূগর্ভস্থ কক্ষ নির্মাণের পরিকল্পনা রয়েছে। এই কক্ষটি এমন একটি স্থানে তৈরি করার কথা, যা সিটি অব লন্ডনের অত্যন্ত সংবেদনশীল ফাইবার-অপটিক কেবলের একেবারে পাশে অবস্থিত।
প্রতিবেদন অনুযায়ী, এসব কেবল লন্ডন ইন্টারনেট এক্সচেঞ্জ (LINX)–এর অংশ, যা ব্যাংক লেনদেন, শেয়ারবাজারের তথ্য এবং কোটি কোটি ব্যবহারকারীর ডিজিটাল যোগাযোগ পরিচালনা করে। এসব কেবলে অননুমোদিত প্রবেশাধিকার পাওয়া গেলে আর্থিক ব্যবস্থা, সরকারি যোগাযোগ এবং বাণিজ্যিক গোপন তথ্য মারাত্মক ঝুঁকিতে পড়তে পারে।
পরিকল্পনায় দেখা গেছে, সাবেক রয়্যাল মিন্ট এলাকায় নির্মিতব্য এই দূতাবাসের নিচে মোট ২০৮টি গোপন বেসমেন্ট কক্ষ থাকবে। এর মধ্যে আলোচিত কক্ষটি কেবলগুলোর মাত্র এক মিটার দূরত্বে অবস্থান করবে। এজন্য কেবলের পাশের একটি বেসমেন্ট দেয়াল নতুন করে নির্মাণ করতে হবে। কক্ষটিতে গরম বাতাস নিষ্কাশন ব্যবস্থা থাকার কথাও উল্লেখ আছে, যা বিশেষজ্ঞদের মতে উন্নত কম্পিউটিং বা প্রযুক্তিগত সরঞ্জাম ব্যবহারের ইঙ্গিত দেয়।
নিরাপত্তা বিশ্লেষকরা সতর্ক করে বলেছেন, এত কাছ থেকে ফাইবার-অপটিক কেবলগুলোর ওপর নজরদারি বা ট্যাপিং করা সম্ভব হতে পারে, যা দীর্ঘদিন ধরে ব্যবহৃত একটি গুপ্তচরবৃত্তির কৌশল। বিষয়টি ব্রিটেনের জাতীয় নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।




















