০২:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬

ভারতে যাব না, এক ইঞ্চিও নড়ব না: বিসিবি সহসভাপতি

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৯:৩০:১২ পূর্বাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬
  • / 50

ছবি সংগৃহীত

 

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের ভারতে খেলতে না যাওয়ার সিদ্ধান্তে অনড় রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সঙ্গে বৈঠকের পরও অবস্থান বদলায়নি বোর্ড। বিসিবি সহসভাপতি মোহাম্মদ শাখাওয়াত হোসেন স্পষ্ট ভাষায় জানিয়েছেন, ভারতে যাওয়ার প্রশ্নই ওঠে না।

মঙ্গলবার বিকেলে আইসিসির সঙ্গে বিসিবির একটি ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হয়। বিসিবির বিজ্ঞপ্তি অনুযায়ী, বৈঠকে উপস্থিত ছিলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, সহসভাপতি মোহাম্মদ শাখাওয়াত হোসেন ও ফারুক আহমেদ, ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদীন ফাহিম এবং প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী সুজন।

বিজ্ঞাপন

বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শাখাওয়াত হোসেন বলেন, “আমরা যে অবস্থান নিয়েছি, সেখানেই আছি। আমাদের জায়গা থেকে এক ইঞ্চিও নড়ব না। মানে ভারতে আমরা যাব না।”
আইসিসির সঙ্গে বৈঠকে নতুন কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানান তিনি। তবে আলোচনা ইতিবাচক ছিল বলে উল্লেখ করেন বিসিবি সহসভাপতি। তিনি বলেন, “সময় খুব কম। সেটা তারাও জানে। এর বেশি এখন কিছু বলা যাচ্ছে না।”

দশম টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর এক মাসও বাকি নেই। ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে আগামী ৭ ফেব্রুয়ারি টুর্নামেন্ট শুরু হওয়ার কথা। সূচি অনুযায়ী, প্রথম ম্যাচে কলকাতার ইডেন গার্ডেনসে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হওয়ার কথা বাংলাদেশের। একই ভেন্যুতে ৯ ও ১৪ ফেব্রুয়ারি ইতালি ও ইংল্যান্ডের বিপক্ষে খেলার সূচি রয়েছে। গ্রুপ পর্বের শেষ ম্যাচ ১৬ ফেব্রুয়ারি মুম্বাইয়ের ওয়াংখেড়েতে নেপালের বিপক্ষে।

তবে বাংলাদেশ যদি ভারতে খেলতে না যায়, সে ক্ষেত্রে ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার আলোচনা চলছে। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়াম, সিংহলিজ স্পোর্টস ক্লাব (এসএসসি) এবং পাল্লেকেলে স্টেডিয়াম বিশ্বকাপের জন্য প্রস্তুত রাখা হয়েছে। এমন পরিস্থিতিতে বাংলাদেশকে ‘সি’ গ্রুপ থেকে ‘বি’ গ্রুপে স্থানান্তরের গুঞ্জনও ছড়িয়েছে। যদিও এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত হয়নি।

ভারতে নিরাপত্তা ইস্যুকেই বিসিবির উদ্বেগের মূল কারণ হিসেবে দেখা হচ্ছে। আইপিএলে মোস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স থেকে বাদ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে এই উদ্বেগ আরও বেড়েছে। বিসিবির শীর্ষ কর্মকর্তারা প্রশ্ন তুলেছেন, একজন ক্রিকেটারকে যদি নিরাপত্তা দেওয়া না যায়, তাহলে পুরো বাংলাদেশ দলের নিরাপত্তা কীভাবে নিশ্চিত করা হবে।

এরই মধ্যে আইসিসির কাছে নিরাপত্তা নিয়ে দুই দফা চিঠি পাঠিয়েছে বিসিবি। দ্বিতীয় চিঠির জবাব এখনো পাওয়া যায়নি। ভারতীয় গণমাধ্যম ক্রিকবাজ জানিয়েছে, কলকাতা ও মুম্বাইয়ের পরিবর্তে বাংলাদেশের ম্যাচ তিরুবনন্তপুরম ও চেন্নাইয়ে আয়োজনের কথাও ভাবা হচ্ছে। তবে চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে ক্রিকেট বিশ্ব।

 

নিউজটি শেয়ার করুন

ভারতে যাব না, এক ইঞ্চিও নড়ব না: বিসিবি সহসভাপতি

আপডেট সময় ০৯:৩০:১২ পূর্বাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬

 

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের ভারতে খেলতে না যাওয়ার সিদ্ধান্তে অনড় রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সঙ্গে বৈঠকের পরও অবস্থান বদলায়নি বোর্ড। বিসিবি সহসভাপতি মোহাম্মদ শাখাওয়াত হোসেন স্পষ্ট ভাষায় জানিয়েছেন, ভারতে যাওয়ার প্রশ্নই ওঠে না।

মঙ্গলবার বিকেলে আইসিসির সঙ্গে বিসিবির একটি ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হয়। বিসিবির বিজ্ঞপ্তি অনুযায়ী, বৈঠকে উপস্থিত ছিলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, সহসভাপতি মোহাম্মদ শাখাওয়াত হোসেন ও ফারুক আহমেদ, ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদীন ফাহিম এবং প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী সুজন।

বিজ্ঞাপন

বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শাখাওয়াত হোসেন বলেন, “আমরা যে অবস্থান নিয়েছি, সেখানেই আছি। আমাদের জায়গা থেকে এক ইঞ্চিও নড়ব না। মানে ভারতে আমরা যাব না।”
আইসিসির সঙ্গে বৈঠকে নতুন কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানান তিনি। তবে আলোচনা ইতিবাচক ছিল বলে উল্লেখ করেন বিসিবি সহসভাপতি। তিনি বলেন, “সময় খুব কম। সেটা তারাও জানে। এর বেশি এখন কিছু বলা যাচ্ছে না।”

দশম টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর এক মাসও বাকি নেই। ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে আগামী ৭ ফেব্রুয়ারি টুর্নামেন্ট শুরু হওয়ার কথা। সূচি অনুযায়ী, প্রথম ম্যাচে কলকাতার ইডেন গার্ডেনসে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হওয়ার কথা বাংলাদেশের। একই ভেন্যুতে ৯ ও ১৪ ফেব্রুয়ারি ইতালি ও ইংল্যান্ডের বিপক্ষে খেলার সূচি রয়েছে। গ্রুপ পর্বের শেষ ম্যাচ ১৬ ফেব্রুয়ারি মুম্বাইয়ের ওয়াংখেড়েতে নেপালের বিপক্ষে।

তবে বাংলাদেশ যদি ভারতে খেলতে না যায়, সে ক্ষেত্রে ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার আলোচনা চলছে। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়াম, সিংহলিজ স্পোর্টস ক্লাব (এসএসসি) এবং পাল্লেকেলে স্টেডিয়াম বিশ্বকাপের জন্য প্রস্তুত রাখা হয়েছে। এমন পরিস্থিতিতে বাংলাদেশকে ‘সি’ গ্রুপ থেকে ‘বি’ গ্রুপে স্থানান্তরের গুঞ্জনও ছড়িয়েছে। যদিও এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত হয়নি।

ভারতে নিরাপত্তা ইস্যুকেই বিসিবির উদ্বেগের মূল কারণ হিসেবে দেখা হচ্ছে। আইপিএলে মোস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স থেকে বাদ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে এই উদ্বেগ আরও বেড়েছে। বিসিবির শীর্ষ কর্মকর্তারা প্রশ্ন তুলেছেন, একজন ক্রিকেটারকে যদি নিরাপত্তা দেওয়া না যায়, তাহলে পুরো বাংলাদেশ দলের নিরাপত্তা কীভাবে নিশ্চিত করা হবে।

এরই মধ্যে আইসিসির কাছে নিরাপত্তা নিয়ে দুই দফা চিঠি পাঠিয়েছে বিসিবি। দ্বিতীয় চিঠির জবাব এখনো পাওয়া যায়নি। ভারতীয় গণমাধ্যম ক্রিকবাজ জানিয়েছে, কলকাতা ও মুম্বাইয়ের পরিবর্তে বাংলাদেশের ম্যাচ তিরুবনন্তপুরম ও চেন্নাইয়ে আয়োজনের কথাও ভাবা হচ্ছে। তবে চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে ক্রিকেট বিশ্ব।