বিপিএলে সিলেট পর্ব শেষ, পয়েন্ট টেবিলের কে কোন অবস্থানে
- আপডেট সময় ০৭:৪৩:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬
- / 97
বিপিএলের সিলেট পর্ব শেষ হয়েছে। এই পর্ব শেষে টুর্নামেন্টে দলগুলোর অবস্থান বেশ পরিষ্কার হয়ে উঠেছে। কেউ শীর্ষে নিজেদের দাপট দেখাচ্ছে, কেউ আবার টিকে থাকার লড়াইয়ে নেমেছে। সিলেট পর্বের পারফরম্যান্সের ভিত্তিতে পয়েন্ট টেবিলে কে কোথায় আছে তা বিস্তারিত তুলে ধরা হলো।
১. রাজশাহী ওয়ারিয়র্স – আট ম্যাচ খেলে ছয়টিতে জয় পেয়েছে এবং দুটিতে হেরে (১২) পয়েন্ট নিয়ে প্রথম স্থানে আছে।
২. চট্টগ্রাম রয়্যালস – সাত ম্যাচে পাঁচ জয় ও দুই হারে (১০)পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানের অবস্থান করছে।
৩. সিলেট টাইটেসন্স – নয় ম্যাচে পাঁচ জয় ও চার হারে (১০) পয়েন্ট নিয়ে টেবিলের তিন নাম্বার পজিশনে আছে।
৪. রংপুর রাইডার্স – আট ম্যাচে চার জয় ও চার হারে( ৮) পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ নাম্বারে অবস্থান করছে।
৫. ঢাকা ক্যাপিটালস – আট ম্যাচে দুই জয় ও ৬ হারে টেবিলের পঞ্চম স্থানে আচ্ছা তারা।
৬. নোয়াখালী এক্সপ্রেস – আর্ট ম্যাচে দুই জয় ও ছয় হারে টেবিলের সবার তলানিতে অবস্থান করছে তারা।
সিলেট পর্ব শেষ হলেও টুর্নামেন্ট এখনো অনেক দূর বাকি। শীর্ষ তিন দল কোয়ালিফাই করলেও বাকি দলগুলোর জন্য রয়েছে সুযোগ। পরের পর্বে প্রতিটি ম্যাচের ফলই বদলে দিতে পারে পয়েন্ট টেবিলের চিত্র।























