শশী ফাউন্ডেশনের উদ্যোগে বাগমারায় শীতবস্ত্র বিতরণ
- আপডেট সময় ০৮:৩৪:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬
- / 40
রাজশাহীর বাগমারায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে শশী ফাউন্ডেশন।
রোববার দুপুরে উপজেলার মচমইলে অনগ্রসর জনগোষ্ঠীর পাশে দাঁড়ানোর অংশ হিসেবে এ কর্মসূচির আয়োজন করা হয়।
শশী ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, উত্তরবঙ্গের জেলাগুলোতে শীতের তীব্রতা তুলনামূলক বেশি হওয়ায় এ অঞ্চলের মানুষের দুর্ভোগও বেশি। সেই বাস্তবতা বিবেচনায় রেখে শশী ফাউন্ডেশন বরাবরই উন্নয়নমূলক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় শীতার্ত অনগ্রসর জনগোষ্ঠীর জন্য এ শীতবস্ত্র বিতরণ কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে।
অনুষ্ঠান শেষে উপকারভোগীরা এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মচমইল ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবুল কালাম আজাদ। তিনি শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন এবং শশী ফাউন্ডেশনের মানবিক উদ্যোগের প্রশংসা করেন।























