ক্যাপিটল হিল দাঙ্গা
ক্যাপিটল হিল দাঙ্গায় ১৫০০ অভিযুক্তদের ক্ষমা করলেন প্রেসিডেন্ট ট্রাম্প
যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় ফিরেই ২০২১ সালের ৬ জানুয়ারির ক্যাপিটল হিলে হামলার ঘটনায় অভিযুক্ত প্রায় দেড় হাজার ব্যক্তিকে ক্ষমা করেছেন। রাজধানী ওয়াশিংটন ডিসির ক্যাপিটল ওয়ান অ্যারেনায় দেওয়া এক ভাষণে তিনি এ ঘোষণা দেন।
ট্রাম্প বলেন, “যারা সেই দিন অন্যায়ভাবে রাজনৈতিক বন্দি হয়েছিল, তাদের জন্য আমি ন্যায়বিচার নিশ্চিত করেছি।” এ ঘোষণার সঙ্গে সঙ্গে উপস্থিত জনতার মধ্যে উল্লাসধ্বনি শোনা যায়।
ডোনাল্ড ট্রাম্প হামলার ঘটনায় অভিযুক্তদের ‘রাজনৈতিক বন্দি’ আখ্যা দিয়ে তাদের মুক্তির প্রতিশ্রুতি দিয়ে আসছিলেন। তবে, ক্ষমার আওতায় কারা পড়বে এবং দোষী সাব্যস্ত ব্যক্তিরাও অন্তর্ভুক্ত হবেন কি না, তা এখনও অস্পষ্ট।
প্রসঙ্গত, ২০২১ সালের ৬ জানুয়ারি কংগ্রেস ভবনে হামলা চালিয়ে ট্রাম্প সমর্থকরা নির্বাচন প্রক্রিয়া বাধাগ্রস্ত করার চেষ্টা করে। ওই ঘটনায় পাঁচ জন নিহত হন এবং বহু মানুষ গ্রেপ্তার হন।