০২:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬

ঢাকায় তাপমাত্রা বেড়েছে, শীতের তীব্রতা কিছুটা কম

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:৩৯:২৬ পূর্বাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬
  • / 78

ছবি: সংগৃহীত

 

রাজধানী ঢাকায় আজ রোববার ভোর থেকে আকাশে হালকা কুয়াশা থাকলেও সূর্যের দেখা মিলেছে। গত কয়েক দিনের তুলনায় সকালে শীতের অনুভূতি কম ছিল বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, আজ সকাল ৬টায় ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৭৯ শতাংশ। গতকাল শনিবার সকালে রাজধানীতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস, যা আজ প্রায় তিন ডিগ্রি বেড়েছে।

বিজ্ঞাপন

সকাল ৭টায় প্রকাশিত ঢাকা ও আশপাশের এলাকার পূর্বাভাসে বলা হয়েছে, দুপুর পর্যন্ত আবহাওয়া মূলত শুষ্ক থাকতে পারে। তবে আকাশে আংশিক মেঘ থাকতে পারে। এ সময় উত্তর-পশ্চিম অথবা উত্তর দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার গতিতে হালকা বাতাস প্রবাহিত হতে পারে।

আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, দিনের বেলায় তাপমাত্রা সামান্য কমার সম্ভাবনা রয়েছে। তবে শীতের তীব্রতা বাড়ার আশঙ্কা আপাতত নেই।
আজ রাজধানীতে সূর্যাস্ত হবে বিকেল ৫টা ৩০ মিনিটে এবং আগামীকাল সোমবার সূর্যোদয় হবে সকাল ৬টা ৪৪ মিনিটে।

নিউজটি শেয়ার করুন

ঢাকায় তাপমাত্রা বেড়েছে, শীতের তীব্রতা কিছুটা কম

আপডেট সময় ১০:৩৯:২৬ পূর্বাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬

 

রাজধানী ঢাকায় আজ রোববার ভোর থেকে আকাশে হালকা কুয়াশা থাকলেও সূর্যের দেখা মিলেছে। গত কয়েক দিনের তুলনায় সকালে শীতের অনুভূতি কম ছিল বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, আজ সকাল ৬টায় ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৭৯ শতাংশ। গতকাল শনিবার সকালে রাজধানীতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস, যা আজ প্রায় তিন ডিগ্রি বেড়েছে।

বিজ্ঞাপন

সকাল ৭টায় প্রকাশিত ঢাকা ও আশপাশের এলাকার পূর্বাভাসে বলা হয়েছে, দুপুর পর্যন্ত আবহাওয়া মূলত শুষ্ক থাকতে পারে। তবে আকাশে আংশিক মেঘ থাকতে পারে। এ সময় উত্তর-পশ্চিম অথবা উত্তর দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার গতিতে হালকা বাতাস প্রবাহিত হতে পারে।

আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, দিনের বেলায় তাপমাত্রা সামান্য কমার সম্ভাবনা রয়েছে। তবে শীতের তীব্রতা বাড়ার আশঙ্কা আপাতত নেই।
আজ রাজধানীতে সূর্যাস্ত হবে বিকেল ৫টা ৩০ মিনিটে এবং আগামীকাল সোমবার সূর্যোদয় হবে সকাল ৬টা ৪৪ মিনিটে।