০১:২৮ পূর্বাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬

ওমানে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ বাংলাদেশী নিহত

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:০৯:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬
  • / 107

ছবি সংগৃহীত

 

মধ্যপ্রাচ্যের দেশ ওমানে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার একই পরিবারের তিনজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে রয়েছেন একজন প্রবাসী যুবক, তার মা এবং তার বোনের স্বামী।

বাংলাদেশ সময় শুক্রবার রাতের দিকে ওমানের সালালাহ এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে নিহতদের স্বজনরা নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

নিহতরা হলেন ফটিকছড়ির সুন্দরপুর ইউনিয়নের সিলোনিয়া এলাকার বাসিন্দা সাকিবুল হাসান সবুজ, তার মা বিলকিস আক্তার এবং সবুজের বোনজামাই দিদারুল আলম।

নিহত সবুজের চাচা জানে আলম জানান, প্রায় আট থেকে নয় বছর আগে সবুজ জীবিকার তাগিদে ওমানে পাড়ি জমান। তার বাবা শফিউল আলমও দীর্ঘদিন ধরে ওমানে কর্মরত। পরিবারের প্রায় সবাই ওমানের রাজধানী মাস্কাটে বসবাস করছিলেন।
তিনি বলেন, পরিবারের সদস্যরা বুধবার মাজার জিয়ারতের উদ্দেশ্যে মাস্কাট থেকে সালালাহ যান।

শুক্রবার রাতে ফেরার পথে তাদের বহনকারী গাড়িটির সঙ্গে সড়কে একটি উটের সংঘর্ষ হয়। এতে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।
দুর্ঘটনার তীব্রতায় ঘটনাস্থলেই সাকিবুল হাসান সবুজ, তার মা বিলকিস আক্তার এবং দিদারুল আলমের মৃত্যু হয়।

এ সময় গাড়িতে থাকা সবুজের স্ত্রী ও তার ছোট শিশু সন্তান গুরুতর আহত হন। তাদের স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
জানে আলম আরও জানান, নিহতদের মরদেহ দেশে আনার জন্য প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া চলমান রয়েছে।

নিউজটি শেয়ার করুন

ওমানে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ বাংলাদেশী নিহত

আপডেট সময় ১২:০৯:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬

 

মধ্যপ্রাচ্যের দেশ ওমানে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার একই পরিবারের তিনজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে রয়েছেন একজন প্রবাসী যুবক, তার মা এবং তার বোনের স্বামী।

বাংলাদেশ সময় শুক্রবার রাতের দিকে ওমানের সালালাহ এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে নিহতদের স্বজনরা নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

নিহতরা হলেন ফটিকছড়ির সুন্দরপুর ইউনিয়নের সিলোনিয়া এলাকার বাসিন্দা সাকিবুল হাসান সবুজ, তার মা বিলকিস আক্তার এবং সবুজের বোনজামাই দিদারুল আলম।

নিহত সবুজের চাচা জানে আলম জানান, প্রায় আট থেকে নয় বছর আগে সবুজ জীবিকার তাগিদে ওমানে পাড়ি জমান। তার বাবা শফিউল আলমও দীর্ঘদিন ধরে ওমানে কর্মরত। পরিবারের প্রায় সবাই ওমানের রাজধানী মাস্কাটে বসবাস করছিলেন।
তিনি বলেন, পরিবারের সদস্যরা বুধবার মাজার জিয়ারতের উদ্দেশ্যে মাস্কাট থেকে সালালাহ যান।

শুক্রবার রাতে ফেরার পথে তাদের বহনকারী গাড়িটির সঙ্গে সড়কে একটি উটের সংঘর্ষ হয়। এতে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।
দুর্ঘটনার তীব্রতায় ঘটনাস্থলেই সাকিবুল হাসান সবুজ, তার মা বিলকিস আক্তার এবং দিদারুল আলমের মৃত্যু হয়।

এ সময় গাড়িতে থাকা সবুজের স্ত্রী ও তার ছোট শিশু সন্তান গুরুতর আহত হন। তাদের স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
জানে আলম আরও জানান, নিহতদের মরদেহ দেশে আনার জন্য প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া চলমান রয়েছে।