শিরোনাম :
যুক্তরাষ্ট্র সফরের অনুমতি চাইলেন ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ
খবরের কথা ডেস্ক
- আপডেট সময় ০২:১৪:২৭ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬
- / 107
ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ আগামী মঙ্গলবার ওয়াশিংটন সফরের অনুমতি চেয়েছেন। সফরের অংশ হিসেবে হোয়াইট হাউসে সম্ভাব্য একটি বৈঠকের বিষয়টিও অন্তর্ভুক্ত রয়েছে। তবে তার এই আবেদন বর্তমানে প্রাথমিক পর্যালোচনার পর্যায়ে রয়েছে।
ডেলসি রদ্রিগেজ মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার আওতাভুক্ত। ফলে তার সফর বাস্তবায়নের জন্য যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ থেকে সাময়িক নিষেধাজ্ঞা ছাড় (waiver) প্রয়োজন হবে।
এই সফর-অনুরোধটি এমন এক সময়ে করা হয়েছে, যখন ভেনেজুয়েলার বিরোধী নেত্রী মারিয়া কোরিনা মাচাদো আগামী সপ্তাহে ওয়াশিংটন সফরের ঘোষণা দিয়েছেন। ফলে একই সময়ে দুই গুরুত্বপূর্ণ ভেনেজুয়েলান রাজনৈতিক ব্যক্তিত্বের যুক্তরাষ্ট্রমুখী উদ্যোগ আন্তর্জাতিক কূটনৈতিক অঙ্গনে বিশেষ গুরুত্ব পাচ্ছে।






















