মুসাব্বির হত্যা মামলায় প্রধান শুটারসহ ৩ জন গ্রেপ্তার
- আপডেট সময় ১২:৫৩:১৮ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬
- / 77
স্বেচ্ছাসেবক দলের নেতা আজিজুর রহমান মুসাব্বির হত্যাকাণ্ডের ঘটনায় মূল শুটারসহ তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। মানিকগঞ্জ ও গাজীপুরে চালানো পৃথক অভিযানে গভীর রাতে তাঁদের আটক করা হয়।
শুক্রবার (৯ জানুয়ারি) রাতের অভিযানের বিষয়টি নিশ্চিত করে ডিবির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রয়েছে মামলার প্রধান শুটার জিনাত। এ ছাড়া হত্যাকাণ্ডের পরিকল্পনায় জড়িত সন্দেহে বিল্লাল নামের একজনকেও আটক করা হয়েছে। অপর গ্রেপ্তার ব্যক্তির নাম তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে। হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র ও অন্যান্য আলামত উদ্ধারের চেষ্টা করা হচ্ছে। তদন্তের স্বার্থে এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে বলে জানিয়েছে ডিবি।
এর আগে গত বুধবার (৭ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর কারওয়ান বাজার এলাকার তেজতুরী বাজারে স্টার হোটেলের পাশের গলিতে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুসাব্বির (৪৫)। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে।
এই হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের স্ত্রী সুরাইয়া বেগম বাদী হয়ে তেজগাঁও থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পর থেকেই জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে গোয়েন্দা তৎপরতা জোরদার করে পুলিশ।
ডিবি জানিয়েছে, গ্রেপ্তারদের আদালতে হাজির করে রিমান্ড আবেদন করা হবে এবং হত্যার পেছনের প্রকৃত উদ্দেশ্য ও জড়িত অন্যদের শনাক্তে তদন্ত অব্যাহত























