০৭:১৩ পূর্বাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬
শিরোনাম :
গ্রিনল্যান্ড ইস্যুতে কঠোর ট্রাম্প: বিরোধী দেশে শুল্ক আরোপের হুমকি মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটিতে অপ্রয়োজনীয় বিমান সরিয়ে নেওয়া হচ্ছে গাজা প্রশাসনের জন্য যুক্তরাষ্ট্রের নেতৃত্বে নতুন বেসামরিক কমিটি গঠন গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুদ্ধজাহাজ ও যুদ্ধবিমান মোতায়েন বিবেচনা করছে জার্মানি চীনা বৈদ্যুতিক গাড়ির উপর শুল্ক কমালো কানাডা খালে পড়ে ট্রাক, পাকিস্তানে একই পরিবারের ১৪ জনের মৃত্যু সিলেটে তিন বাসের ভয়াবহ সংঘর্ষে নিহত ২, আহত ১০ ঢাকায় আংশিক মেঘলা ও কুয়াশার সম্ভাবনা অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ ঢাকায় সকাল কুয়াশা, দিনের বেলা শুষ্ক আবহাওয়ার পূর্বাভাস

নির্বাচনের জন্য কত টাকা অনুদান পেয়েছেন, জানালেন ব্যারিস্টার ফুয়াদ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:৩০:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬
  • / 86

ছবি সংগৃহীত

 

বরিশাল-৩ (মুলাদী–বাবুগঞ্জ) আসনে প্রতিদ্বন্দ্বিতা করা আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ নির্বাচনী ব্যয়ের জন্য কত টাকা অনুদান পেয়েছেন, তা নিজেই প্রকাশ করেছেন। সম্প্রতি আর্থিক সহায়তার আহ্বান জানালে দেশ-বিদেশ থেকে বিপুল সাড়া পান তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে দেওয়া এক পোস্টে ব্যারিস্টার ফুয়াদ জানান, এখন পর্যন্ত মোট ৩৯ লাখ ৬৬ হাজার ৫৫৬ টাকা অনুদান এসেছে। পোস্টে তিনি উল্লেখ করেন, তাঁর নির্বাচনী এলাকায় মোট ভোটার সংখ্যা প্রায় ৩ লাখ ৩২ হাজার ১০১ জন। নির্বাচন কমিশনের বিধিমালা অনুযায়ী জনপ্রতি ১০ টাকা হিসেবে তাঁর নির্বাচনী ব্যয়ের সর্বোচ্চ সীমা দাঁড়ায় ৩৩ লাখ ২১ হাজার ১০ টাকা।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, তাঁর পেজ ও আইডি অ্যাডমিনদের দেওয়া হিসাব অনুযায়ী ৭ জানুয়ারি ২০২৬ পর্যন্ত বিকাশের মাধ্যমে জমা হয়েছে ১৯ লাখ ২৩ হাজার ৫৫২ টাকা, নগদের মাধ্যমে ২ লাখ ৩৫ হাজার ৫৬ টাকা এবং ব্যাংক হিসাবে এসেছে ১৮ লাখ ৭ হাজার ৯৪৮ টাকা। সব মিলিয়ে অনুদানের মোট পরিমাণ ৩৯ লাখ ৬৬ হাজার ৫৫৬ টাকা।
অনুদানদাতাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, দেশ ও প্রবাস থেকে যাঁরা সহযোগিতা করেছেন, তাঁদের সবার প্রতি তিনি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছেন। একই সঙ্গে তিনি দুঃখ প্রকাশ করে জানান, হাজারো মানুষ ফোন ও বার্তা পাঠালেও সবার জবাব দেওয়া সম্ভব হয়নি।

অতিরিক্ত অনুদান প্রসঙ্গে ব্যারিস্টার ফুয়াদ বলেন, এ বিষয়ে নির্বাচন কমিশনের পরামর্শ অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। স্বচ্ছতা নিশ্চিত করতে অনুদান সংক্রান্ত সব কাগজপত্র নির্বাচনের দিন পর্যন্ত অডিট করে প্রকাশ করা হবে এবং তা নির্বাচন কমিশনে জমা দেওয়া হবে বলেও জানান তিনি।

পোস্টে আরও বলা হয়, নির্বাচন কমিশন বা সরকারের যেকোনো আর্থিক নিয়ন্ত্রক সংস্থা চাইলে অনুদানের হিসাব যাচাইয়ের জন্য সর্বাত্মক সহযোগিতা করা হবে। শেষাংশে তিনি সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ‘শুকরিয়া’

নিউজটি শেয়ার করুন

নির্বাচনের জন্য কত টাকা অনুদান পেয়েছেন, জানালেন ব্যারিস্টার ফুয়াদ

আপডেট সময় ০৫:৩০:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬

 

বরিশাল-৩ (মুলাদী–বাবুগঞ্জ) আসনে প্রতিদ্বন্দ্বিতা করা আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ নির্বাচনী ব্যয়ের জন্য কত টাকা অনুদান পেয়েছেন, তা নিজেই প্রকাশ করেছেন। সম্প্রতি আর্থিক সহায়তার আহ্বান জানালে দেশ-বিদেশ থেকে বিপুল সাড়া পান তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে দেওয়া এক পোস্টে ব্যারিস্টার ফুয়াদ জানান, এখন পর্যন্ত মোট ৩৯ লাখ ৬৬ হাজার ৫৫৬ টাকা অনুদান এসেছে। পোস্টে তিনি উল্লেখ করেন, তাঁর নির্বাচনী এলাকায় মোট ভোটার সংখ্যা প্রায় ৩ লাখ ৩২ হাজার ১০১ জন। নির্বাচন কমিশনের বিধিমালা অনুযায়ী জনপ্রতি ১০ টাকা হিসেবে তাঁর নির্বাচনী ব্যয়ের সর্বোচ্চ সীমা দাঁড়ায় ৩৩ লাখ ২১ হাজার ১০ টাকা।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, তাঁর পেজ ও আইডি অ্যাডমিনদের দেওয়া হিসাব অনুযায়ী ৭ জানুয়ারি ২০২৬ পর্যন্ত বিকাশের মাধ্যমে জমা হয়েছে ১৯ লাখ ২৩ হাজার ৫৫২ টাকা, নগদের মাধ্যমে ২ লাখ ৩৫ হাজার ৫৬ টাকা এবং ব্যাংক হিসাবে এসেছে ১৮ লাখ ৭ হাজার ৯৪৮ টাকা। সব মিলিয়ে অনুদানের মোট পরিমাণ ৩৯ লাখ ৬৬ হাজার ৫৫৬ টাকা।
অনুদানদাতাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, দেশ ও প্রবাস থেকে যাঁরা সহযোগিতা করেছেন, তাঁদের সবার প্রতি তিনি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছেন। একই সঙ্গে তিনি দুঃখ প্রকাশ করে জানান, হাজারো মানুষ ফোন ও বার্তা পাঠালেও সবার জবাব দেওয়া সম্ভব হয়নি।

অতিরিক্ত অনুদান প্রসঙ্গে ব্যারিস্টার ফুয়াদ বলেন, এ বিষয়ে নির্বাচন কমিশনের পরামর্শ অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। স্বচ্ছতা নিশ্চিত করতে অনুদান সংক্রান্ত সব কাগজপত্র নির্বাচনের দিন পর্যন্ত অডিট করে প্রকাশ করা হবে এবং তা নির্বাচন কমিশনে জমা দেওয়া হবে বলেও জানান তিনি।

পোস্টে আরও বলা হয়, নির্বাচন কমিশন বা সরকারের যেকোনো আর্থিক নিয়ন্ত্রক সংস্থা চাইলে অনুদানের হিসাব যাচাইয়ের জন্য সর্বাত্মক সহযোগিতা করা হবে। শেষাংশে তিনি সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ‘শুকরিয়া’