শিরোনাম :
বিশ্ব স্বাস্থ্য সংস্থা ছাড়ার নির্বাহী আদেশে স্বাক্ষর দিলেন ট্রাম্প
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করার লক্ষ্যে একটি নতুন নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন। হোয়াইট হাউসে ফিরে আদেশে সই করার পর তিনি মন্তব্য করেন, “এটি সত্যিই একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত।”
দ্বিতীয় মেয়াদে দায়িত্ব গ্রহণের পর প্রথম দিনেই ট্রাম্প বেশ কয়েকটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেন। কোভিড-১৯ মহামারি মোকাবিলায় WHO-এর ভূমিকা নিয়ে সমালোচনার পর থেকেই তিনি এই সিদ্ধান্তের দিকে অগ্রসর হন।
এর আগে, ট্রাম্প প্রশাসন WHO থেকে বেরিয়ে যাওয়ার প্রক্রিয়া শুরু করলেও, পরবর্তী প্রেসিডেন্ট জো বাইডেন তা বাতিল করেন। তবে ট্রাম্পের নতুন পদক্ষেপ WHO থেকে যুক্তরাষ্ট্রের আনুষ্ঠানিক প্রস্থানের সম্ভাবনা আরও বাড়িয়ে তুলেছে।