০৬:১২ পূর্বাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬

কুয়াশায় ঢাকায় ব্যাহত বিমান চলাচল, ৮ আন্তর্জাতিক ফ্লাইট ডাইভার্ট

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:৫৭:১৫ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫
  • / 98

ছবি সংগৃহীত

 

ঘন কুয়াশার কারণে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে পারেনি ৮টি আন্তর্জাতিক ফ্লাইট। নিরাপত্তার স্বার্থে ফ্লাইটগুলোকে চট্টগ্রাম, কলকাতা ও ব্যাংককের বিভিন্ন বিমানবন্দরে পাঠানো হয়েছে।

শনিবার (২৭ ডিসেম্বর) সকালে বিমানবন্দর কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বিরূপ আবহাওয়ার কারণে আজ সকালে কয়েকটি আন্তর্জাতিক ফ্লাইট বিকল্প বিমানবন্দরে ডাইভার্ট করা হয়। এর মধ্যে তিনটি ফ্লাইট চট্টগ্রাম, চারটি কলকাতা এবং একটি ফ্লাইট ব্যাংকক বিমানবন্দরে অবতরণ করেছে।

বিজ্ঞাপন

বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হলে ফ্লাইট অপারেশন পুনরায় স্বাভাবিকভাবে শুরু হবে। এদিকে বিলম্বিত ফ্লাইটের যাত্রীদের জন্য সংশ্লিষ্ট এয়ারলাইনগুলো প্রয়োজন অনুযায়ী খাবার ও হোটেল সুবিধা দিচ্ছে।

নিউজটি শেয়ার করুন

কুয়াশায় ঢাকায় ব্যাহত বিমান চলাচল, ৮ আন্তর্জাতিক ফ্লাইট ডাইভার্ট

আপডেট সময় ০৩:৫৭:১৫ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫

 

ঘন কুয়াশার কারণে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে পারেনি ৮টি আন্তর্জাতিক ফ্লাইট। নিরাপত্তার স্বার্থে ফ্লাইটগুলোকে চট্টগ্রাম, কলকাতা ও ব্যাংককের বিভিন্ন বিমানবন্দরে পাঠানো হয়েছে।

শনিবার (২৭ ডিসেম্বর) সকালে বিমানবন্দর কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বিরূপ আবহাওয়ার কারণে আজ সকালে কয়েকটি আন্তর্জাতিক ফ্লাইট বিকল্প বিমানবন্দরে ডাইভার্ট করা হয়। এর মধ্যে তিনটি ফ্লাইট চট্টগ্রাম, চারটি কলকাতা এবং একটি ফ্লাইট ব্যাংকক বিমানবন্দরে অবতরণ করেছে।

বিজ্ঞাপন

বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হলে ফ্লাইট অপারেশন পুনরায় স্বাভাবিকভাবে শুরু হবে। এদিকে বিলম্বিত ফ্লাইটের যাত্রীদের জন্য সংশ্লিষ্ট এয়ারলাইনগুলো প্রয়োজন অনুযায়ী খাবার ও হোটেল সুবিধা দিচ্ছে।