১১:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫

ঘন কুয়াশা কেটে গেলে পাটুরিয়া–দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:৪৩:৫২ পূর্বাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫
  • / 62

ছবি সংগৃহীত

 

ঘন কুয়াশার কারণে প্রায় দুই ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া–দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল পুনরায় স্বাভাবিক হয়েছে। রোববার (২১ ডিসেম্বর) রাত ৯টা ৪০ মিনিট থেকে সাড়ে ১১টা পর্যন্ত কুয়াশার তীব্রতার কারণে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ রাখে।

দৌলতদিয়া ঘাট শাখার সহকারী ব্যবস্থাপক নুর আহাম্মেদ বিষয়টি নিশ্চিত করেন। বিআইডব্লিউটিসি সূত্রে জানা যায়, ঘন কুয়াশার কারণে নদীপথে নৌযান চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় নিরাপত্তার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

বিজ্ঞাপন

ফেরি চলাচল বন্ধ থাকাকালে পাটুরিয়া প্রান্তের ঘাট নং–৩ এ ‘শাহ মখদুম’ ও ‘বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর’ ফেরি খালি অবস্থায় নোঙর করে রাখা হয়। একই প্রান্তের ঘাট নং–৪ এ ‘ভাষা শহীদ বরকত’ ফেরি খালি থাকলেও ‘শাহ পরান’ ফেরিটি লোড অবস্থায় ছিল। দৌলতদিয়া প্রান্তে ঘাট নং–৩ এ ‘কুমিল্লা’ খালি এবং ‘এনায়েতপুরী’ লোড অবস্থায় নোঙর করে রাখা হয়। এছাড়া ঘাট নং–৪ এ ‘বাইগার’, ঘাট নং–৭ এ ‘খান জাহান আলী’, ‘বীরশ্রেষ্ঠ রুহুল আমিন’ ও ‘হাসনাহেনা’ ফেরিগুলোও খালি অবস্থায় ছিল। এ সময় নদীর মাঝখানে কোনো ফেরি চলাচল করেনি।

এ বিষয়ে বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক (বাণিজ্য) মো. সালাহউদ্দিন জানান, রাতের দিকে কুয়াশা বাড়তে থাকায় নদীপথের মার্কিং লাইট অস্পষ্ট হয়ে যায়। এতে ফেরির মাস্টারদের চলাচলে সমস্যা দেখা দেয়। সম্ভাব্য নৌদুর্ঘটনা এড়াতে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।

অপরদিকে বিআইডব্লিউটিসির আরিচা আঞ্চলিক কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক মো. সালাম হোসেন বলেন, কুয়াশা কেটে দৃষ্টিসীমা স্বাভাবিক হলে পরিস্থিতি পর্যালোচনা করে রাত ১১টা ৪০ মিনিটে ফেরি চলাচল পুনরায় চালু করা হয়। ফেরি চলাচল বন্ধ থাকায় উভয় ঘাটে যানবাহনের চাপ সৃষ্টি হয় এবং যাত্রী ও চালকদের ভোগান্তি দেখা দিলেও চলাচল স্বাভাবিক হওয়ায় ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসছে।

নিউজটি শেয়ার করুন

ঘন কুয়াশা কেটে গেলে পাটুরিয়া–দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক

আপডেট সময় ১১:৪৩:৫২ পূর্বাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫

 

ঘন কুয়াশার কারণে প্রায় দুই ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া–দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল পুনরায় স্বাভাবিক হয়েছে। রোববার (২১ ডিসেম্বর) রাত ৯টা ৪০ মিনিট থেকে সাড়ে ১১টা পর্যন্ত কুয়াশার তীব্রতার কারণে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ রাখে।

দৌলতদিয়া ঘাট শাখার সহকারী ব্যবস্থাপক নুর আহাম্মেদ বিষয়টি নিশ্চিত করেন। বিআইডব্লিউটিসি সূত্রে জানা যায়, ঘন কুয়াশার কারণে নদীপথে নৌযান চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় নিরাপত্তার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

বিজ্ঞাপন

ফেরি চলাচল বন্ধ থাকাকালে পাটুরিয়া প্রান্তের ঘাট নং–৩ এ ‘শাহ মখদুম’ ও ‘বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর’ ফেরি খালি অবস্থায় নোঙর করে রাখা হয়। একই প্রান্তের ঘাট নং–৪ এ ‘ভাষা শহীদ বরকত’ ফেরি খালি থাকলেও ‘শাহ পরান’ ফেরিটি লোড অবস্থায় ছিল। দৌলতদিয়া প্রান্তে ঘাট নং–৩ এ ‘কুমিল্লা’ খালি এবং ‘এনায়েতপুরী’ লোড অবস্থায় নোঙর করে রাখা হয়। এছাড়া ঘাট নং–৪ এ ‘বাইগার’, ঘাট নং–৭ এ ‘খান জাহান আলী’, ‘বীরশ্রেষ্ঠ রুহুল আমিন’ ও ‘হাসনাহেনা’ ফেরিগুলোও খালি অবস্থায় ছিল। এ সময় নদীর মাঝখানে কোনো ফেরি চলাচল করেনি।

এ বিষয়ে বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক (বাণিজ্য) মো. সালাহউদ্দিন জানান, রাতের দিকে কুয়াশা বাড়তে থাকায় নদীপথের মার্কিং লাইট অস্পষ্ট হয়ে যায়। এতে ফেরির মাস্টারদের চলাচলে সমস্যা দেখা দেয়। সম্ভাব্য নৌদুর্ঘটনা এড়াতে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।

অপরদিকে বিআইডব্লিউটিসির আরিচা আঞ্চলিক কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক মো. সালাম হোসেন বলেন, কুয়াশা কেটে দৃষ্টিসীমা স্বাভাবিক হলে পরিস্থিতি পর্যালোচনা করে রাত ১১টা ৪০ মিনিটে ফেরি চলাচল পুনরায় চালু করা হয়। ফেরি চলাচল বন্ধ থাকায় উভয় ঘাটে যানবাহনের চাপ সৃষ্টি হয় এবং যাত্রী ও চালকদের ভোগান্তি দেখা দিলেও চলাচল স্বাভাবিক হওয়ায় ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসছে।