শিরোনাম :
মুক্তিযুদ্ধের ডেপুটি চিফ অব স্টাফ এ কে খন্দকার আর নেই
খবরের কথা ডেস্ক
- আপডেট সময় ০৬:০৬:২২ অপরাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫
- / 29
মহান মুক্তিযুদ্ধের ডেপুটি চিফ অব স্টাফ এবং সাবেক বিমানবাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল এ কে খন্দকার (বীর উত্তম) ইন্তেকাল করেছেন। আজ শনিবার সকাল ১০টা ৩৫ মিনিটে তিনি মৃত্যুবরণ করেন।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, বার্ধক্যজনিত কারণে তাঁর মৃত্যু হয়েছে।
মুক্তিযুদ্ধকালে সশস্ত্র বাহিনীর নেতৃত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা এ কে খন্দকার স্বাধীনতা অর্জনের সংগ্রামে অসামান্য অবদানের জন্য ‘বীর উত্তম’ খেতাবে ভূষিত হন। স্বাধীনতার পর তিনি বাংলাদেশ বিমানবাহিনীর প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেন।
তার মৃত্যুতে জাতি একজন বীর মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট সামরিক কর্মকর্তাকে হারাল।




















