বিপিএলে রাজশাহী ওয়ারিয়র্সে যোগ দিলেন মুশফিকুর রহিম
- আপডেট সময় ১২:২২:৫২ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫
- / 17
প্রায় বারো বছর পর অনুষ্ঠিত বিপিএলের দ্বাদশ আসরের নিলামে অভিজ্ঞ উইকেটরক্ষক–ব্যাটার মুশফিকুর রহিমকে দলে নিয়ে শক্তি বাড়িয়েছে রাজশাহী ওয়ারিয়র্স। এর আগেই সরাসরি চুক্তিতে দলে যুক্ত হয়েছিলেন নাজমুল হোসেন শান্ত। নিলাম শেষ করে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন দলটির এই আইকন ক্রিকেটার।
মুশফিককে দলে ভেড়ানোর প্রক্রিয়া নিয়ে শান্ত বলেন, ‘বাংলাদেশ ক্রিকেটের জন্য দীর্ঘদিন যারা অবদান রেখে চলেছেন, তাদের মধ্যে মুশফিক ভাই অন্যতম। তাঁকে দলে নেওয়ার পরিকল্পনা আগে থেকেই ছিল। কোচ, টিম ম্যানেজমেন্ট এবং মালিকপক্ষ—সবার যৌথ সিদ্ধান্তেই তাঁকে স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়েছে। আমার বিশ্বাস, তিনি আমাদের দলের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।’
নিলামের প্রথম পর্যায়ে দল না পেলেও পরবর্তীতে ‘বি’ ক্যাটাগরিতেই মুশফিককে নেয় রাজশাহী। তাঁর ক্যাটাগরি অপরিবর্তিত রাখার বিষয়টিতে রংপুর রাইডার্স ও বিসিবিকে ধন্যবাদ জানান শান্ত। তিনি বলেন, ‘এটা সত্যিই প্রশংসনীয় একটি সিদ্ধান্ত। রংপুর প্রথমে এই বার্তাটি দেয়, তাই তাদের প্রতি আলাদা কৃতজ্ঞতা। একজন সিনিয়র ক্রিকেটারের মর্যাদা রক্ষা করা প্রয়োজন ছিল।’
স্থানীয় খেলোয়াড়দের নিয়েও সন্তোষ প্রকাশ করেন শান্ত। তিনি বলেন, ‘যে স্থানীয় ক্রিকেটাররা আমাদের দলে এসেছে, তাদের পারফরম্যান্স সাম্প্রতিক সময়ে ঘরোয়া আসরে বেশ ভালো। আশা করি, বিপিএলেও তারা সেই ধারাবাহিকতা ধরে রাখবে।’
রাজশাহী ওয়ারিয়র্সের স্কোয়াড এক নজরে:
নাজমুল হোসেন শান্ত, তানজিদ হাসান তামিম, মোহাম্মদ নওয়াজ, সাহিবজাদা ফারহান, তানজিম হাসান সাকিব, ইয়াসির আলী চৌধুরী, আকবর আলী, রিপন মন্ডল, জিসান আলম, হাসান মুরাদ, আবদুল গাফফার সাকলাইন, এসএম মেহেরব হোসেন, রবিউল ইসলাম, ওয়াসি সিদ্দিকী, মুশফিকুর রহিম, শাখির এইচ শুভ্র, মোহাম্মদ রুবেল, দুশান হেমন্থ, জাহানদাদ খান।















