শিরোনাম :
জাপান ঘোষণা করছে ১৩৫ বিলিয়ন ডলারের সবচেয়ে বড় প্রণোদনা প্যাকেজ
খবরের কথা ডেস্ক
- আপডেট সময় ০৯:৪৮:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫
- / 147
জাপান দীর্ঘমেয়াদি মূল্যস্ফীতির প্রভাব কমাতে করোনার পর সবচেয়ে বড় প্রণোদনা প্যাকেজ প্রস্তুত করছে। যার পরিমান ¥21.3 ট্রিলিয়ন বা ১৩৫ বিলিয়ন ডলার।
প্যাকেজে রয়েছে:
– কর রেয়াত
– শিশুদের জন্য নগদ সহায়তা
– জ্বালানি কর হ্রাস
– মূল্যস্ফীতি প্রশমনের জন্য বড় তহবিল
– ভোক্তা খরচ বৃদ্ধি এবং অর্থনৈতিক নিরাপত্তা খাতে গুরুত্বপূর্ণ বিনিয়োগ
সরকার আশা করছে, এই উদ্যোগ দেশীয় অর্থনীতি এবং নাগরিকদের জীবনে উল্লেখযোগ্য প্রভাব ফেলবে।




















