বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, গভীর সমুদ্রে যাত্রা নিষেধ
- আপডেট সময় ০১:১৪:৪১ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫
- / 126
দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় সৃষ্টি হওয়া লঘুচাপটি এখন সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এটি আরও ঘনীভূত হতে পারে। এ কারণে মাছ ধরার নৌকা ও ট্রলারকে গভীর সমুদ্রে না যেতে নির্দেশ দেওয়া হয়েছে।
আবহাওয়ার সতর্কবার্তায় জানানো হয়, মঙ্গলবার সকাল ৯টার দিকে লঘুচাপটি সুস্পষ্ট আকার ধারণ করে একই এলাকায় অবস্থান করছিল। এটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে আরও শক্তিশালী হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই উত্তর বঙ্গোপসাগরে থাকা নৌযানগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গভীর সাগরে না যেতে বলা হয়েছে।
এদিকে, চট্টগ্রাম বিভাগের বিভিন্ন স্থানে বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে উল্লেখ করেছে সংস্থাটি।
দেশের অন্যান্য স্থানে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
তাপমাত্রায় উল্লেখযোগ্য পরিবর্তন না হওয়ারও সম্ভাবনা রয়েছে।





















