শিরোনাম :
কাতার ও তুরস্কের মধ্যস্থতায় পাকিস্তান–আফগানিস্তান যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষর
খবরের কথা ডেস্ক
- আপডেট সময় ০৪:৪৬:১৫ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫
- / 66
কাতারের মধ্যস্থতায় দোহায় অনুষ্ঠিত এক আলোচনায় পাকিস্তান ও তালেবান নিয়ন্ত্রিত আফগানিস্তান তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ জানিয়েছেন, সাম্প্রতিক সীমান্ত সংঘর্ষ ও বিমান হামলার পর এই চুক্তি চূড়ান্ত হয়েছে।
চুক্তি অনুযায়ী, আফগান মাটি থেকে পাকিস্তানে সন্ত্রাসী হামলা বন্ধ হবে এবং উভয় দেশ পরস্পরের সীমান্ত অখণ্ডতা সম্মান করবে। দুই দেশের প্রতিনিধিদল আগামী ২৫ অক্টোবর ইস্তাম্বুলে পুনরায় বৈঠকে বসবে, যেখানে বিস্তারিত আলোচনার পরিকল্পনা রয়েছে।
এই প্রক্রিয়ায় কাতার ও তুরস্কের ভূমিকার জন্য কৃতজ্ঞতা জানিয়েছে ইসলামাবাদ ও কাবুল উভয় পক্ষ।
























