০৯:১৮ পূর্বাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫

হিমাচলে ভূমিধসের কবলে যাত্রীবাহী বাস, নিহত ১৮

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:২৯:০৫ অপরাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫
  • / 69

ছবি সংগৃহীত

 

ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য হিমাচলে ভূমিধসের কবলে পড়েছে একটি যাত্রীবাহী বাস, যার ফলে কমপক্ষে ১৮ জন যাত্রী নিহত হয়েছেন।

মঙ্গলবার সন্ধ্যায় হিমাচলের পাঠানকোট-মান্ডি সড়কের ভালুঘাট এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ সূত্রে জানা গেছে, বাসটি হরিয়ানা রাজ্যের রোহতাক জেলা থেকে বিলাসপুরের ঘুমারিন শহরের দিকে যাচ্ছিল। সেই সময় ওই এলাকায় ব্যাপক বৃষ্টিপাত হচ্ছিল। ভালুঘাটে আসার পর একটি পাহাড়ের প্রায় সম্পূর্ণ চূড়া বাসটির ওপর ধসে পড়ে।

বিজ্ঞাপন

বাসটিতে মোট ৩০ থেকে ৩৫ জন যাত্রী ছিলেন। ঘটনার কিছু সময় পর পুলিশ ও দুর্যোগ মোকাবিলা দপ্তরের কর্মীরা উদ্ধার কাজ শুরু করেন।
স্থানীয় এক পুলিশ কর্মকর্তা ভারতীয় সংবাদমাধ্যম পিটিআইকে বলেন, “গতকাল রাত থেকে উদ্ধার তৎপরতা শুরু হয়েছে। এ পর্যন্ত ১৮ জন যাত্রীর মরদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। এছাড়া তিনজন শিশুকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। বৃষ্টিপাত অব্যাহত থাকায় উদ্ধার তৎপরতায় গতি আনা যাচ্ছে না।” তিনি আরও জানান, “ধসের মাত্রা অনেক বড়, এবং আটকে থাকা যাত্রীদের জীবিত থাকার আশা ক্ষীণ।”

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এ ঘটনায় গভীর শোক জানিয়েছেন। প্রধানমন্ত্রী দপ্তর থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, দুর্ঘটনায় নিহত প্রত্যেকের পরিবারকে প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল থেকে ২ লাখ রুপি এবং আহতদের পরিবারকে ৫০ হাজার রুপি প্রদান করা হবে।

হিমাচলের মুখ্যমন্ত্রী সুখবিন্দার সিং সুখু সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্টে জানিয়েছেন, “ধসের মাত্রা বিশাল, আবহাওয়াও বৈরী। তবে পুলিশ ও উদ্ধারকারী দলের সদস্যরা যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছেন।”

ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিহতদের প্রতি শোক জানিয়ে বলেছেন, উদ্ধারকাজে সহায়তা করতে কেন্দ্রীয় সরকারের অধীন ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্সের কয়েকটি টিম ইতোমধ্যে ঘটনাস্থলে পৌঁছে গেছে। ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুও এ ঘটনায় গভীর শোক জানিয়ে বিবৃতি দিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

হিমাচলে ভূমিধসের কবলে যাত্রীবাহী বাস, নিহত ১৮

আপডেট সময় ০৫:২৯:০৫ অপরাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫

 

ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য হিমাচলে ভূমিধসের কবলে পড়েছে একটি যাত্রীবাহী বাস, যার ফলে কমপক্ষে ১৮ জন যাত্রী নিহত হয়েছেন।

মঙ্গলবার সন্ধ্যায় হিমাচলের পাঠানকোট-মান্ডি সড়কের ভালুঘাট এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ সূত্রে জানা গেছে, বাসটি হরিয়ানা রাজ্যের রোহতাক জেলা থেকে বিলাসপুরের ঘুমারিন শহরের দিকে যাচ্ছিল। সেই সময় ওই এলাকায় ব্যাপক বৃষ্টিপাত হচ্ছিল। ভালুঘাটে আসার পর একটি পাহাড়ের প্রায় সম্পূর্ণ চূড়া বাসটির ওপর ধসে পড়ে।

বিজ্ঞাপন

বাসটিতে মোট ৩০ থেকে ৩৫ জন যাত্রী ছিলেন। ঘটনার কিছু সময় পর পুলিশ ও দুর্যোগ মোকাবিলা দপ্তরের কর্মীরা উদ্ধার কাজ শুরু করেন।
স্থানীয় এক পুলিশ কর্মকর্তা ভারতীয় সংবাদমাধ্যম পিটিআইকে বলেন, “গতকাল রাত থেকে উদ্ধার তৎপরতা শুরু হয়েছে। এ পর্যন্ত ১৮ জন যাত্রীর মরদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। এছাড়া তিনজন শিশুকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। বৃষ্টিপাত অব্যাহত থাকায় উদ্ধার তৎপরতায় গতি আনা যাচ্ছে না।” তিনি আরও জানান, “ধসের মাত্রা অনেক বড়, এবং আটকে থাকা যাত্রীদের জীবিত থাকার আশা ক্ষীণ।”

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এ ঘটনায় গভীর শোক জানিয়েছেন। প্রধানমন্ত্রী দপ্তর থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, দুর্ঘটনায় নিহত প্রত্যেকের পরিবারকে প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল থেকে ২ লাখ রুপি এবং আহতদের পরিবারকে ৫০ হাজার রুপি প্রদান করা হবে।

হিমাচলের মুখ্যমন্ত্রী সুখবিন্দার সিং সুখু সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্টে জানিয়েছেন, “ধসের মাত্রা বিশাল, আবহাওয়াও বৈরী। তবে পুলিশ ও উদ্ধারকারী দলের সদস্যরা যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছেন।”

ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিহতদের প্রতি শোক জানিয়ে বলেছেন, উদ্ধারকাজে সহায়তা করতে কেন্দ্রীয় সরকারের অধীন ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্সের কয়েকটি টিম ইতোমধ্যে ঘটনাস্থলে পৌঁছে গেছে। ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুও এ ঘটনায় গভীর শোক জানিয়ে বিবৃতি দিয়েছেন।