ইউক্রেনের নতুন অ্যান্টি-ড্রোন অস্ত্রভান্ডার: “The Sting”

- আপডেট সময় ১২:৪৩:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫
- / 49
রাশিয়ার শাহেদ ও গেরবেরা ড্রোনের ঝাঁক মোকাবেলায় ইউক্রেন এখন নিজস্বভাবে উৎপাদিত ইন্টারসেপ্টর ড্রোনে নির্ভর করছে—যা ব্যয়বহুল ক্ষেপণাস্ত্র ও পুরোনো অ্যান্টি-এয়ারক্রাফট সিস্টেমের মধ্যবর্তী ঘাটতি পূরণ করছে।
“The Sting” — ওয়াইল্ড হর্নেটসের তৈরি বুলেট-আকৃতির এই ড্রোনটির দাম মাত্র ২,১০০ ডলার, গতি ৩১৫ কিমি/ঘণ্টা-এর বেশি, এবং এখন পর্যন্ত ৬০০টি রুশ ড্রোন ধ্বংসের দাবি করা হয়েছে; কার্যকারিতা প্রায় ৭০%।
অন্যান্য অ্যান্টি-ড্রোন সিস্টেম তৈরি করছে TAF Industries, Tytan Technologies (জার্মানি) ও Falcons, যেগুলো রাডার ও এআই-নির্ভর আধা বা সম্পূর্ণ স্বয়ংক্রিয় ড্রোন।
ইউক্রেন প্রতিদিন ১,০০০ ইন্টারসেপ্টর ড্রোন মোতায়েনের লক্ষ্য নিয়েছে, যেখানে প্রতি রুশ ড্রোন লক্ষ্যবস্তুতে তিনটি ড্রোন ব্যবহার করা হবে “স্যাচুরেশন ডিফেন্স” কৌশলে।
এই উৎপাদন তদারকি করছে রাষ্ট্রীয় টেক প্ল্যাটফর্ম Brave1। একটি AIM-9X (NASAMS) ক্ষেপণাস্ত্রের দাম ১০ লাখ ডলারের বেশি, আর একটি Sting এর খরচ ২,৫০০ ডলারেরও কম — অর্থাৎ এটি তুলনামূলকভাবে ৪০০ গুণ সাশ্রয়ী প্রতিরোধ ব্যবস্থা।