বাংলাদেশ ক্রিকেটের উন্নয়নে দীর্ঘ মেয়াদি পরিকল্পনা নিতে চান বুলবুল
- আপডেট সময় ১২:২৯:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫
- / 183
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন আমিনুল ইসলাম বুলবুল। সোমবার (৬ অক্টোবর) অনুষ্ঠিত নির্বাচনে পরিচালক নির্বাচিত হওয়ার পর তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় বোর্ডের সর্বোচ্চ পদে আসীন হন। এর আগে ফারুক আহমেদকে সরিয়ে দেওয়া হলে প্রথম দফায় অন্তর্বর্তীকালীনভাবে সভাপতির দায়িত্ব পালন করেছিলেন বুলবুল।
সভাপতি নির্বাচিত হওয়ার পর প্রতিক্রিয়ায় বুলবুল জানান, বাংলাদেশের ক্রিকেটের প্রতি গভীর অনুরাগ থেকেই তিনি দীর্ঘমেয়াদি দায়িত্ব নিতে আগ্রহী হয়েছেন। তাঁর ভাষায়, “এটা আমার জন্য এক ধরনের যাত্রা। দেশের ক্রিকেটের উন্নয়নের প্রেমে পড়ে গিয়েছি।”
নির্বাচনের পর সৌহার্দ্যের বার্তা দিয়ে তিনি বলেন, “বাংলাদেশ ক্রিকেটের উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। যারা বোর্ডে আছেন বা বাইরে আছেন—সবাইকে আহ্বান জানাচ্ছি আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।” তিনি আরও জানান, প্রয়োজনে বিরোধী পক্ষের সঙ্গেও কাজ করতে প্রস্তুত তিনি।
অন্যদিকে, সদ্য সমাপ্ত নির্বাচনে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন ফারুক আহমেদ। তিনি এর আগে গত ৫ আগস্ট সভাপতি হিসেবে দায়িত্ব নিয়েছিলেন, যদিও পরবর্তীতে তাঁকে সরিয়ে দেওয়া হয়। নতুন দায়িত্ব নিয়ে ফারুক বলেন, “অতীতে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। তবে এখন লক্ষ্য একটাই—ছোটখাটো বিষয় ভুলে গিয়ে একসঙ্গে বাংলাদেশ ক্রিকেটকে এগিয়ে নেওয়া।”























