ঢাকা ০৬:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫, ১২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
আওয়ামী লীগের আমলে ব্যাংকের ৮০ শতাংশ অর্থ পাচার হয়ে গেছে অর্থ উপদেষ্টা রেলপথ গুলোকে নতুন করে ঢেলে সাজাতে চায় সরকার আরো ১৪ রাজনৈতিক দল ও জোটের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা কুষ্টিয়ায় হত্যা মামলার আসামি ধরতে গিয়ে গোয়েন্দা পুলিশের ওপর হামলা, এসআই গুরুতর আহত নোয়াখালীতে ৬ হাজার পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক নিরাপরাধ ব্যক্তি যেন হয়রানির শিকার না হয় নিশ্চিত করতেই চার্জশীট দিতে দেরী হচ্ছে : স্বরাষ্ট্র উপদেষ্টা ভারত নদীর পাড়ে,জঙ্গলে মানুষ ফেলে যাচ্ছে : স্বরাষ্ট্র উপদেষ্টা মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে হাজার হাজার মানুষের বিক্ষোভ লোহাগড়ায় সাপের কামড়ে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু সকল পাবলিক পরীক্ষার খাতা দেখা থেকে ৮ শিক্ষককে আজীবনের জন্য অব্যাহতি

ফুটবলের ভালোবাসা থেকে বাণিজ্যের পথে: অধ্যাপক ইউনূসের আহ্বান

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:৩৫:৪০ পূর্বাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২৫
  • / 99

 

বাংলাদেশ-আর্জেন্টিনার আবেগঘন ফুটবল সম্পর্ককে বাণিজ্যিক সহযোগিতায় রূপান্তরের আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। রোববার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো সেসার সঙ্গে বৈঠককালে তিনি এ কথা বলেন।

অধ্যাপক ইউনূস বলেন, “ফুটবল খেলা ঘিরে আমাদের দুই দেশের মাঝে একটি অনন্য আবেগ রয়েছে। আমরা এ সম্পর্ককে কেবল খেলার মধ্যে সীমাবদ্ধ না রেখে বাণিজ্য, বিনিয়োগ এবং বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতায় কাজে লাগাতে পারি।”

রাষ্ট্রদূত সেসা জানান, বাংলাদেশ ও আর্জেন্টিনার মধ্যে প্রায় ৭০০ মিলিয়ন ডলারের বাণিজ্য রয়েছে। আর্জেন্টিনা সয়াবিন, গম ও তুলা রপ্তানি করে এবং বাংলাদেশের তৈরি পোশাক আমদানি করে। তিনি দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণে আর্জেন্টিনায় বাংলাদেশের দূতাবাস চালুর প্রস্তাব দেন।

অধ্যাপক ইউনূস আর্জেন্টিনাকে তুলা ও জ্বালানি খাতে যৌথ বিনিয়োগ এবং বাণিজ্যিক সহযোগিতার জন্য উদ্যোগ নেওয়ার আহ্বান জানান। পাশাপাশি, নারী ফুটবল ও ক্ষুদ্রঋণ কার্যক্রমে পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়ের সম্ভাবনার কথাও উল্লেখ করেন।

রাষ্ট্রদূত সেসা ক্ষুদ্রঋণ কার্যক্রম আর্জেন্টিনায় চালুর জন্য বাংলাদেশের সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, “দুই দেশের অমিত সম্ভাবনা কাজে লাগিয়ে আমরা ভবিষ্যৎ সহযোগিতার দিগন্ত উন্মোচন করতে পারি।”

নিউজটি শেয়ার করুন

ফুটবলের ভালোবাসা থেকে বাণিজ্যের পথে: অধ্যাপক ইউনূসের আহ্বান

আপডেট সময় ১১:৩৫:৪০ পূর্বাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২৫

 

বাংলাদেশ-আর্জেন্টিনার আবেগঘন ফুটবল সম্পর্ককে বাণিজ্যিক সহযোগিতায় রূপান্তরের আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। রোববার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো সেসার সঙ্গে বৈঠককালে তিনি এ কথা বলেন।

অধ্যাপক ইউনূস বলেন, “ফুটবল খেলা ঘিরে আমাদের দুই দেশের মাঝে একটি অনন্য আবেগ রয়েছে। আমরা এ সম্পর্ককে কেবল খেলার মধ্যে সীমাবদ্ধ না রেখে বাণিজ্য, বিনিয়োগ এবং বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতায় কাজে লাগাতে পারি।”

রাষ্ট্রদূত সেসা জানান, বাংলাদেশ ও আর্জেন্টিনার মধ্যে প্রায় ৭০০ মিলিয়ন ডলারের বাণিজ্য রয়েছে। আর্জেন্টিনা সয়াবিন, গম ও তুলা রপ্তানি করে এবং বাংলাদেশের তৈরি পোশাক আমদানি করে। তিনি দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণে আর্জেন্টিনায় বাংলাদেশের দূতাবাস চালুর প্রস্তাব দেন।

অধ্যাপক ইউনূস আর্জেন্টিনাকে তুলা ও জ্বালানি খাতে যৌথ বিনিয়োগ এবং বাণিজ্যিক সহযোগিতার জন্য উদ্যোগ নেওয়ার আহ্বান জানান। পাশাপাশি, নারী ফুটবল ও ক্ষুদ্রঋণ কার্যক্রমে পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়ের সম্ভাবনার কথাও উল্লেখ করেন।

রাষ্ট্রদূত সেসা ক্ষুদ্রঋণ কার্যক্রম আর্জেন্টিনায় চালুর জন্য বাংলাদেশের সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, “দুই দেশের অমিত সম্ভাবনা কাজে লাগিয়ে আমরা ভবিষ্যৎ সহযোগিতার দিগন্ত উন্মোচন করতে পারি।”