ছুটির আনন্দে কক্সবাজার সৈকতে পর্যটকের ঢল
- আপডেট সময় ১১:১৩:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫
- / 169
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সরকার ১ অক্টোবর (বুধবার) মহানবমীর দিন নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করেছে। এর পরদিন ২ অক্টোবর (বৃহস্পতিবার) বিজয়া দশমীর ছুটি এবং ৩ ও ৪ অক্টোবর সাপ্তাহিক ছুটি মিলিয়ে সরকারি দপ্তরগুলোতে টানা চার দিনের ছুটি থাকছে।
দীর্ঘ ছুটি ঘিরে ইতোমধ্যে দেশের সবচেয়ে জনপ্রিয় পর্যটনকেন্দ্র কক্সবাজারে ভিড় জমতে শুরু করেছে ভ্রমণপিপাসুরা। গত শুক্রবার (২৬ সেপ্টেম্বর) থেকেই কলাতলী, লাবণী ও সুগন্ধা সৈকত পর্যটকদের পদচারণায় মুখর হয়ে উঠেছে।
ঢাকার মিরপুর থেকে পরিবার নিয়ে আসা ব্যাংক কর্মকর্তা সায়েমুল হক বলেন, “সুযোগ পেলেই কক্সবাজারে চলে আসি। সকালে পৌঁছেছি, পরিবার নিয়ে বেশ আনন্দ করছি।”
স্থানীয় সূত্র জানায়, আসন্ন ছুটির আগে হোটেলগুলোতে প্রায় সব কক্ষ অগ্রিম বুকিং হয়ে গেছে। পর্যটকদের হয়রানি রোধে জেলা প্রশাসন থেকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।
হোটেল-মোটেল গেস্ট হাউস মালিক সমিতির নেতা আবুল কাশেম সিকদার বলেন, “পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের নির্দেশনা বাস্তবায়নে আমরা সতর্ক রয়েছি।”
তবে এ সময় সমুদ্র কিছুটা উত্তাল থাকায় সৈকতে গোসলে নামতে বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে সী-সেইফ লাইফ গার্ড। সংস্থাটির কর্মকর্তা ইমতিয়াজ আহমেদ জানান, “সমুদ্রে গুপ্তখাল সৃষ্টি হয়েছে। ঝুঁকি এড়াতে লাইফ গার্ডদের নির্দেশনা মানা জরুরি। লাল পতাকা চিহ্নিত স্থানে গোসলে নামতে হলে বাড়তি সতর্কতা নিতে হবে।”
এ বিষয়ে ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ বলেন, “পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে। তাদের যেন কোনো অসুবিধা না হয়, সে বিষয়েও আমরা তৎপর আছি।”
এদিকে দুর্গাপূজা উপলক্ষে যাত্রীদের চাপ সামাল দিতে বাংলাদেশ রেলওয়ে ‘পূজা স্পেশাল’ নামে ৪ জোড়া ট্রেন চালুর ঘোষণা দিয়েছে। আগামী ৩০ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত ঢাকা-কক্সবাজার রুটে ৩ জোড়া এবং ঢাকা-চট্টগ্রাম রুটে ১ জোড়া ট্রেন চলবে।




















