শিরোনাম :
গাজা যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসবে আরব নেতারা

খবরের কথা ডেস্ক
- আপডেট সময় ১২:২৯:২১ অপরাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫
- / 54
অ্যাক্সিওসের খবরে বলা হয়েছে, জাতিসংঘ সাধারণ পরিষদের ফাঁকে মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প সৌদি আরব, আমিরাত, কাতার, মিসর, জর্ডান ও তুরস্কের নেতাদের সঙ্গে বৈঠক করবেন। আলোচনায় মূলত গাজা যুদ্ধের অবসান ও যুদ্ধ-পরবর্তী পরিকল্পনা নিয়ে কথা হবে, যেখানে আরব সেনাদের নিয়ে একটি স্থিতিশীলতা বাহিনী গঠনের প্রস্তাবও আছে।
আশা করা হচ্ছে, নেতারা ট্রাম্পকে অনুরোধ করবেন নেতানিয়াহুকে যুদ্ধ বন্ধে চাপ দিতে এবং পশ্চিম তীর দখল ঠেকাতে।
এছাড়া ট্রাম্প উপসাগরীয় দেশগুলোর (সৌদি আরব, আমিরাত, কাতার, ওমান, বাহরাইন, কুয়েত) নেতাদের সঙ্গেও আলাদা বৈঠক করবেন। কাতারে হামাস নেতাদের ওপর ইসরায়েলি হামলার পর উপসাগরীয় রাষ্ট্রগুলো এই বৈঠকে নিশ্চয়তা চাইবে যাতে এ ধরনের ঘটনা আর না ঘটে।