শিরোনাম :
ডোনাল্ড ট্রাম্প নিউইয়র্ক টাইমস–এর বিরুদ্ধে ১৫ বিলিয়ন ডলারের মামলা করলেন

খবরের কথা ডেস্ক
- আপডেট সময় ০৪:০২:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫
- / 23
ট্রাম্পের মূল অভিযোগসমূহ:
নিউ ইয়র্ক টাইমসকে ট্রাম্প বলেছেন “দেশের ইতিহাসের অন্যতম নিকৃষ্ট ও বাজে সংবাদপত্র।”
পত্রিকাটিকে তিনি “র্যাডিকাল লেফট ডেমোক্র্যাট পার্টির মুখপত্র” আখ্যা দিয়েছেন।
ট্রাম্পের দাবি, সংবাদপত্রটি নিয়মিতভাবে তাঁর ব্যক্তিগত জীবন, পরিবার, ব্যবসা, আমেরিকা ফার্স্ট আন্দোলন, MAGA এবং পুরো দেশকে অপমান করে মিথ্যা ও প্রোপাগাণ্ডা প্রচার করে আসছে।
এর আগে ট্রাম্প গত বছর থেকেই CNN, MSNBC, Washington Post সহ বিভিন্ন মিডিয়া সংস্থার বিরুদ্ধে মামলা করে আসছেন।