১২:৩৩ অপরাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫
শিরোনাম :
স্থায়ীভাবে পরমাণু রাষ্ট্র ঘোষণা উত্তর কোরিয়ার অবৈধ অস্ত্রের অনুপ্রবেশের ব্যাপারে তথ্য দেওয়ার আহ্বান বিজিবির তুরস্ক নিজস্ব পারমাণবিক রিঅ্যাক্টর উন্নয়নের জন্য আনুষ্ঠানিক আহ্বান জানালো আগারগাঁও পাসপোর্ট অফিস থেকে আটক ৪ দালালের কারাদণ্ড বাগেরহাটে চার আসন রক্ষার দাবিতে তিন দিনের হরতাল শুরু ইসরায়েলি আগ্রাসনে গাজায় নিহত ৫৩, খাদ্য সংকটে নিঃশেষ হচ্ছে প্রাণ আজ থেকে পদ্মা সেতুতে স্বয়ংক্রিয়ভাবে টোল আদায় শুরু ভূমিকম্পে কাঁপল বাংলাদেশসহ ৬ দেশ ভাঙ্গার অবরোধ তুলে নিতে সময় বেঁধে দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা ত্রয়োদশ সংসদ নির্বাচন হবে ‘মহোৎসবের নির্বাচন’: প্রধান উপদেষ্টা

বাগেরহাটে চার আসন রক্ষার দাবিতে তিন দিনের হরতাল শুরু

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০২:২১:২৬ অপরাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫
  • / 25

ছবি সংগৃহীত

 

বাগেরহাটে চারটি সংসদীয় আসন বহাল রাখার দাবিতে সোমবার (১৫ সেপ্টেম্বর) থেকে শুরু হয়েছে তিন দিনের হরতাল। তবে পূর্ব ঘোষিত টানা তিন দিনের হরতালের সময়সীমা ও পরিধি কিছুটা কমিয়ে সর্বদলীয় সম্মিলিত কমিটি নতুন কর্মসূচি ঘোষণা করেছে।

হরতাল ঘোষণা করা হয়েছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। কিন্তু ব্যবসাপ্রতিষ্ঠান, স্থানীয় ভ্যান-রিকশা ও ইজিবাইককে হরতালের আওতার বাইরে রাখা হয়েছে। পাশাপাশি অ্যাম্বুলেন্সসহ জরুরি সেবাদানেও কোনো প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে না। আগামী মঙ্গলবার ও বুধবার সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত হরতাল পালিত হবে।

সর্বদলীয় সম্মিলিত কমিটির আহ্বায়ক ও জেলা বিএনপির সাবেক সভাপতি এম.এ. সালাম রোববার (১৪ সেপ্টেম্বর) দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে হরতালের এই সময়সীমা ও পরিধি ঘোষণা করেন। তিনি বলেন, “জনগণের ভোগান্তি কমানোর জন্য ছোট যানবাহন, রিকশা, মোটরসাইকেল ও ইজিবাইক চলতে থাকবে। তবে মহাসড়কে কোনো যাত্রীবাহী বাস বা পণ্যবাহী ট্রাক চলাচল করবে না। শহরের গুরুত্বপূর্ণ অফিস ও আদালতের উপর নজরদারি রাখা হয়েছে।”

সদস্য সচিব শেখ মো. ইউনুস জানান, “জরুরি সেবাদানকারী যানবাহন, অ্যাম্বুলেন্স, আইনশৃঙ্খলা বাহিনীর গাড়ি, বিদ্যুৎ ও ফায়ার সার্ভিসের যানবাহন, পরীক্ষার্থীদের বাহনসহ ছোট যানবাহন হরতালের আওতার বাইরে থাকবে।”

বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট ওয়াহিদুজ্জামান দীপু বলেন, “আমরা উচ্চ আদালতে রিট করার প্রক্রিয়া সম্পন্ন করেছি। আশা করছি আগামী সপ্তাহে শুনানি হবে এবং কাঙ্ক্ষিত আসন ফিরে পাব।”

উল্লেখ্য, ৩০ জুলাই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতিতে নির্বাচন কমিশনের বিশেষ কারিগরি কমিটি বাগেরহাট জেলার চারটি আসনের মধ্যে একটি কমিয়ে তিনটি রাখার প্রস্তাব দেয়। কিন্তু জেলার রাজনৈতিক ও সামাজিক সংগঠনগুলো এই প্রস্তাবের বিরোধিতা করেন। তার পরও ৪ সেপ্টেম্বর নির্বাচন কমিশনের চূড়ান্ত গেজেটে বাগেরহাটে একটি আসন কমিয়ে তিনটি রাখার সিদ্ধান্ত প্রকাশিত হয়। এই সিদ্ধান্তের প্রতিবাদে বাগেরহাটের রাজনৈতিক দল ও সাধারণ মানুষ লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছে।

 

নিউজটি শেয়ার করুন

বাগেরহাটে চার আসন রক্ষার দাবিতে তিন দিনের হরতাল শুরু

আপডেট সময় ০২:২১:২৬ অপরাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫

 

বাগেরহাটে চারটি সংসদীয় আসন বহাল রাখার দাবিতে সোমবার (১৫ সেপ্টেম্বর) থেকে শুরু হয়েছে তিন দিনের হরতাল। তবে পূর্ব ঘোষিত টানা তিন দিনের হরতালের সময়সীমা ও পরিধি কিছুটা কমিয়ে সর্বদলীয় সম্মিলিত কমিটি নতুন কর্মসূচি ঘোষণা করেছে।

হরতাল ঘোষণা করা হয়েছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। কিন্তু ব্যবসাপ্রতিষ্ঠান, স্থানীয় ভ্যান-রিকশা ও ইজিবাইককে হরতালের আওতার বাইরে রাখা হয়েছে। পাশাপাশি অ্যাম্বুলেন্সসহ জরুরি সেবাদানেও কোনো প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে না। আগামী মঙ্গলবার ও বুধবার সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত হরতাল পালিত হবে।

সর্বদলীয় সম্মিলিত কমিটির আহ্বায়ক ও জেলা বিএনপির সাবেক সভাপতি এম.এ. সালাম রোববার (১৪ সেপ্টেম্বর) দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে হরতালের এই সময়সীমা ও পরিধি ঘোষণা করেন। তিনি বলেন, “জনগণের ভোগান্তি কমানোর জন্য ছোট যানবাহন, রিকশা, মোটরসাইকেল ও ইজিবাইক চলতে থাকবে। তবে মহাসড়কে কোনো যাত্রীবাহী বাস বা পণ্যবাহী ট্রাক চলাচল করবে না। শহরের গুরুত্বপূর্ণ অফিস ও আদালতের উপর নজরদারি রাখা হয়েছে।”

সদস্য সচিব শেখ মো. ইউনুস জানান, “জরুরি সেবাদানকারী যানবাহন, অ্যাম্বুলেন্স, আইনশৃঙ্খলা বাহিনীর গাড়ি, বিদ্যুৎ ও ফায়ার সার্ভিসের যানবাহন, পরীক্ষার্থীদের বাহনসহ ছোট যানবাহন হরতালের আওতার বাইরে থাকবে।”

বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট ওয়াহিদুজ্জামান দীপু বলেন, “আমরা উচ্চ আদালতে রিট করার প্রক্রিয়া সম্পন্ন করেছি। আশা করছি আগামী সপ্তাহে শুনানি হবে এবং কাঙ্ক্ষিত আসন ফিরে পাব।”

উল্লেখ্য, ৩০ জুলাই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতিতে নির্বাচন কমিশনের বিশেষ কারিগরি কমিটি বাগেরহাট জেলার চারটি আসনের মধ্যে একটি কমিয়ে তিনটি রাখার প্রস্তাব দেয়। কিন্তু জেলার রাজনৈতিক ও সামাজিক সংগঠনগুলো এই প্রস্তাবের বিরোধিতা করেন। তার পরও ৪ সেপ্টেম্বর নির্বাচন কমিশনের চূড়ান্ত গেজেটে বাগেরহাটে একটি আসন কমিয়ে তিনটি রাখার সিদ্ধান্ত প্রকাশিত হয়। এই সিদ্ধান্তের প্রতিবাদে বাগেরহাটের রাজনৈতিক দল ও সাধারণ মানুষ লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছে।