শিরোনাম :
মেক্সিকোর ইউকাতানে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ১৫

খবরের কথা ডেস্ক
- আপডেট সময় ০১:৫০:৩৫ অপরাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫
- / 12
উত্তর আমেরিকার দেশ মেক্সিকোর ইউকাতান উপদ্বীপে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে। মেরিদা-কামপেচে মহাসড়কে একটি ট্রেইলার, একটি ট্যাক্সি ও একটি প্রাইভেটকারের সংঘর্ষে এ প্রাণহানির ঘটনা ঘটে।
রোববার (১৪ সেপ্টেম্বর) বার্তাসংস্থা আনাদোলুর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। সংস্থাটি জানায়, মেরিদা ও কামপেচে শহরের মধ্যবর্তী মহাসড়কে সংঘর্ষে তিনটি গাড়ির যাত্রীরাই প্রাণ হারান।
ইউকাতানের গভর্নর জোয়াকিন দিয়াজ মেনা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শোকবার্তায় নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি লিখেছেন, “দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে জরুরি সেবা, নিরাপত্তা ও স্বাস্থ্যকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সহায়তা শুরু করেছেন।”