পশ্চিমাদের থেকে প্রতিশোধ নয়, সহযোগিতা চায় রাশিয়া: ল্যাভরভ

- আপডেট সময় ০১:১০:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫
- / 26
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, পশ্চিমাদের বিরুদ্ধে প্রতিশোধ নয় বরং শর্তসাপেক্ষ সহযোগিতায় আগ্রহী মস্কো। তিনি জানান, রাশিয়া সংলাপ ও সমমর্যাদার ভিত্তিতে সহযোগিতা করতে প্রস্তুত।
সোমবার (৮ সেপ্টেম্বর) মস্কো স্টেট ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল রিলেশনসে শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্যে ল্যাভরভ বলেন, রাশিয়ার কারও বিরুদ্ধে ক্ষোভ বা প্রতিশোধ নেওয়ার ইচ্ছা নেই। তার ভাষায়, “রাগ কিংবা প্রতিশোধের আকাঙ্ক্ষা— এ দুটোই খারাপ।”
তিনি আরও বলেন, পশ্চিমা দেশগুলো যদি হুঁশে ফিরে রাশিয়ার সঙ্গে কাজ করতে চায়, তবে মস্কো সহযোগিতা করতে দ্বিধা করবে না। তবে কোন শর্তে সেটা সম্ভব, তা নির্ভর করবে পারস্পরিক স্বার্থ ও ঝুঁকির ওপর।
ইউক্রেন যুদ্ধ প্রসঙ্গে ল্যাভরভ বলেন, সমাধানের জন্য সংঘাতের মূল কারণ দূর করা জরুরি। তিনি উল্লেখ করেন, গত ১৫ আগস্ট আলাস্কার অ্যানকারেজে অনুষ্ঠিত রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈঠক দেখিয়েছে— ওয়াশিংটনও পারস্পরিক জাতীয় স্বার্থকে সম্মান জানিয়ে সমস্যার সমাধান চায়।
ল্যাভরভ জানান, আর্কটিক অঞ্চল, তরল প্রাকৃতিক গ্যাস (এলএনজি), মহাকাশ গবেষণা ও কৃত্রিম বুদ্ধিমত্তার মতো খাতে যুক্তরাষ্ট্রসহ সব দেশের সঙ্গে সমমর্যাদার ভিত্তিতে সহযোগিতা করতে আগ্রহী রাশিয়া।