সিরিয়া থেকে বেআইনিভাবে তেল উত্তোলন করছে SDF/YPG, AANES

- আপডেট সময় ০২:০৭:১০ অপরাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫
- / 6
ব্রিটেনভিত্তিক তেল কোম্পানি গালফস্যান্ডস দাবি করেছে যে, সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলের অন্যতম সমৃদ্ধ তেলক্ষেত্র ব্লক-২৬ এ ২০১৭ সাল থেকে এখন পর্যন্ত ৫ কোটি ৫০ লাখ ব্যারেলেরও বেশি তেল ও গ্যাস বেআইনিভাবে উত্তোলন করা হয়েছে। এর বাজারমূল্য দাঁড়ায় ৩.৮ বিলিয়ন মার্কিন ডলারের বেশি।
কোম্পানির অভিযোগ অনুযায়ী, এই বিপুল পরিমাণ সম্পদ সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্সেস (SDF/YPG) ও উত্তর-পূর্ব সিরিয়ার স্বশাসিত প্রশাসন (AANES) নিয়ন্ত্রণে নিয়ে কালোবাজারে কম দামে বিক্রি করছে।
এর ফলে সাধারণ মানুষ রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে এবং স্থানীয় অর্থনীতি মারাত্মক ক্ষতির মুখে পড়ছে।
উল্লেখ্য, ব্লক-২৬ সিরিয়ার অন্যতম উচ্চ-উৎপাদনশীল তেলক্ষেত্র। গালফস্যান্ডস ২০১১ সালে ব্রিটিশ নিষেধাজ্ঞার কারণে কার্যক্রম বন্ধ করে দেয়। এরপর থেকে স্থানীয় অপারেটররা এই ক্ষেত্রের কার্যক্রম চালাচ্ছে।