ঢাকা ১২:২৫ অপরাহ্ন, শুক্রবার, ০৫ সেপ্টেম্বর ২০২৫, ২১ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

ট্রাম্প প্রশাসনের নতুন সিদ্ধান্তে স্বস্তি জাপানি গাড়ি শিল্পে

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:৩৪:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫
  • / 5

ছবি: সংগৃহীত

 

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাপানি গাড়ির আমদানি শুল্ক কমানোর ঘোষণা দিয়েছেন। আগে যেখানে এ হার ছিল ২৭.৫ শতাংশ, তা নামিয়ে ১৫ শতাংশে আনা হয়েছে। ফলে যুক্তরাষ্ট্রে জাপানি গাড়ি আমদানির খরচ প্রায় অর্ধেকে নেমে এলো।

দীর্ঘ আলোচনার পর এ সমঝোতায় পৌঁছায় দুই দেশ। এর অংশ হিসেবে জাপান যুক্তরাষ্ট্রে ৫৫০ বিলিয়ন ডলারের বিনিয়োগে সম্মত হয়েছে। একইসঙ্গে ধীরে ধীরে নিজেদের বাজারও মার্কিন পণ্যের জন্য উন্মুক্ত করবে টোকিও। এ তালিকায় গাড়ি ও চালের মতো পণ্যও রয়েছে।

বৃহস্পতিবার এক নির্বাহী আদেশে ট্রাম্প নতুন শুল্কহার কার্যকর করেন। এর ফলে টয়োটা, হোন্ডা ও নিসানের মতো জাপানের শীর্ষ গাড়ি প্রস্তুতকারকদের জন্য তৈরি হওয়া অনিশ্চয়তা কিছুটা প্রশমিত হবে বলে ধারণা করা হচ্ছে।

হোয়াইট হাউস জানায়, জুলাইয়ে ঘোষিত এ চুক্তি এখন আনুষ্ঠানিকভাবে কার্যকর হলো। এর আওতায় কেবল গাড়িই নয়, যুক্তরাষ্ট্রে প্রবেশ করা প্রায় সব জাপানি পণ্যের ওপর ১৫ শতাংশ হারে শুল্ক বসবে, যার মধ্যে ওষুধও অন্তর্ভুক্ত।

ট্রাম্প চলতি বছরের এপ্রিল মাসে বিভিন্ন দেশের ওপর বাড়তি শুল্ক আরোপের ঘোষণা দেন। এর পর কয়েক দফা আলোচনার মাধ্যমে জাপানের সঙ্গে এই সমঝোতা চূড়ান্ত হয়।
বিশ্ববাজারে রপ্তানিনির্ভর জাপানের অর্থনীতির জন্য এটি বড় পরিবর্তন। দেশটির মোট রপ্তানির প্রায় এক-পঞ্চমাংশই গাড়ি। গত মাসে টয়োটা জানিয়েছিল, কেবল যুক্তরাষ্ট্রের শুল্কনীতির প্রভাবেই এ বছর তাদের প্রায় ১০ বিলিয়ন ডলার ক্ষতির সম্ভাবনা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্রাম্প প্রশাসনের নতুন সিদ্ধান্তে স্বস্তি জাপানি গাড়ি শিল্পে

আপডেট সময় ১১:৩৪:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫

 

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাপানি গাড়ির আমদানি শুল্ক কমানোর ঘোষণা দিয়েছেন। আগে যেখানে এ হার ছিল ২৭.৫ শতাংশ, তা নামিয়ে ১৫ শতাংশে আনা হয়েছে। ফলে যুক্তরাষ্ট্রে জাপানি গাড়ি আমদানির খরচ প্রায় অর্ধেকে নেমে এলো।

দীর্ঘ আলোচনার পর এ সমঝোতায় পৌঁছায় দুই দেশ। এর অংশ হিসেবে জাপান যুক্তরাষ্ট্রে ৫৫০ বিলিয়ন ডলারের বিনিয়োগে সম্মত হয়েছে। একইসঙ্গে ধীরে ধীরে নিজেদের বাজারও মার্কিন পণ্যের জন্য উন্মুক্ত করবে টোকিও। এ তালিকায় গাড়ি ও চালের মতো পণ্যও রয়েছে।

বৃহস্পতিবার এক নির্বাহী আদেশে ট্রাম্প নতুন শুল্কহার কার্যকর করেন। এর ফলে টয়োটা, হোন্ডা ও নিসানের মতো জাপানের শীর্ষ গাড়ি প্রস্তুতকারকদের জন্য তৈরি হওয়া অনিশ্চয়তা কিছুটা প্রশমিত হবে বলে ধারণা করা হচ্ছে।

হোয়াইট হাউস জানায়, জুলাইয়ে ঘোষিত এ চুক্তি এখন আনুষ্ঠানিকভাবে কার্যকর হলো। এর আওতায় কেবল গাড়িই নয়, যুক্তরাষ্ট্রে প্রবেশ করা প্রায় সব জাপানি পণ্যের ওপর ১৫ শতাংশ হারে শুল্ক বসবে, যার মধ্যে ওষুধও অন্তর্ভুক্ত।

ট্রাম্প চলতি বছরের এপ্রিল মাসে বিভিন্ন দেশের ওপর বাড়তি শুল্ক আরোপের ঘোষণা দেন। এর পর কয়েক দফা আলোচনার মাধ্যমে জাপানের সঙ্গে এই সমঝোতা চূড়ান্ত হয়।
বিশ্ববাজারে রপ্তানিনির্ভর জাপানের অর্থনীতির জন্য এটি বড় পরিবর্তন। দেশটির মোট রপ্তানির প্রায় এক-পঞ্চমাংশই গাড়ি। গত মাসে টয়োটা জানিয়েছিল, কেবল যুক্তরাষ্ট্রের শুল্কনীতির প্রভাবেই এ বছর তাদের প্রায় ১০ বিলিয়ন ডলার ক্ষতির সম্ভাবনা রয়েছে।