০৩:০৬ অপরাহ্ন, শনিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৫
শিরোনাম :
ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে রাজধানীতে জশনে জুলুস শোভাযাত্রা কুষ্টিয়ায় নিখোঁজের দুই দিন পর পুকুর থেকে লাশ উদ্ধার তুরাগ নদীর ১৭ কিলোমিটার ড্রেজিংয়ে অর্থ দেবে বিশ্বব্যাংক যারা ডিসেম্বরে নির্বাচন চেয়েছে, তারাই এখন বানচালের ষড়যন্ত্রে লিপ্ত: আসিফ মাহমুদ বিষাক্ত মদ্যপানে মুন্সিগঞ্জে ৪ জনের মৃত্যু, হাসপাতালে আরও ৩ লেবাননে সব অস্ত্র রাষ্ট্রীয় নিয়ন্ত্রণে নেওয়ার পরিকল্পনা অনুমোদন বৈশ্বিক ড্রোন বিক্রি বাড়াতে ১৯৮৭ সালের ব্যাখ্যা পরিবর্তন করছে যুক্তরাষ্ট্র নথি ফাঁস: ২০১৯ সালে মার্কিন বাহিনী উত্তর কোরিয়ার বেসামরিক নাগরিকদের হত্যা করে যুক্তরাজ্য–নরওয়ের মধ্যে ১০ বিলিয়ন পাউন্ডের প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি সিরিয়া থেকে বেআইনিভাবে তেল উত্তোলন করছে SDF/YPG, AANES

জেলেনস্কির সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত পুতিন

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:২১:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫
  • / 8

ছবি: সংগৃহীত

 

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুতির কথা জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে একই সঙ্গে তিনি প্রশ্ন তুলেছেন এমন বৈঠকের জন্য প্রয়োজনীয় পরিস্থিতি তৈরি হয়েছে কি না।

বুধবার (৩ সেপ্টেম্বর) চীনের ঐতিহাসিক তিয়েনআনমেন স্কোয়ারে বিজয় দিবসের সামরিক কুচকাওয়াজ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পুতিন বলেন, ‘আমি কখনোই জেলেনস্কির সঙ্গে বৈঠকের সম্ভাবনা অস্বীকার করিনি। তবে এখন কি এমন পরিস্থিতি তৈরি হয়েছে, যেখানে বৈঠক বসে কার্যকর সমাধান পাওয়া সম্ভব?’

তিনি আরও বলেন, যেকোনো উচ্চপর্যায়ের বৈঠক ফলপ্রসূ করতে যথাযথ প্রস্তুতি অপরিহার্য। ‘যদি সব প্রস্তুতি সম্পন্ন হয়ে থাকে, তবে আমিও আলোচনায় প্রস্তুত। জেলেনস্কি চাইলে যেকোনো সময় মস্কোয় আসতে পারেন।’

ইউক্রেন যুদ্ধ চলমান রয়েছে প্রায় সাড়ে তিন বছর ধরে। সংঘাত নিরসনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি কূটনৈতিক উদ্যোগ বাড়িয়েছেন। তিনি আলাস্কায় পুতিনের সঙ্গে বৈঠক করার পর ঘোষণা দেন, শিগগিরই পুতিন ও জেলেনস্কির মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে। সেই লক্ষ্যেই ট্রাম্প আলোচনা আয়োজনের চেষ্টা চালাচ্ছেন। তবে এখন পর্যন্ত কোনো বৈঠক সম্ভব হয়নি।

এ প্রেক্ষাপটে পুতিনের নতুন মন্তব্য তাৎপর্যপূর্ণ হলেও ইউক্রেন দ্রুতই প্রস্তাবটি ‘অগ্রহণযোগ্য’ হিসেবে প্রত্যাখ্যান করেছে। কিয়েভের অভিযোগ, পুতিন সবসময় বৈঠক এড়িয়ে যাচ্ছেন এবং এটিকে যুক্তরাষ্ট্রের ওপর চাপ সৃষ্টি ও রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আদায়ের অজুহাত হিসেবে ব্যবহার করছেন জেলেনস্কি।

রুশ প্রেসিডেন্ট তার বক্তব্যে আরও স্পষ্ট করেন, যদি ইউক্রেন কোনো সমঝোতায় রাজি না হয়, তবে রাশিয়া ইউক্রেনে নিজেদের লক্ষ্য পূরণে লড়াই চালিয়ে যাবে। তিনি বলেন, ‘প্রতিটি দেশের মতো রাশিয়ারও নিজের নিরাপত্তা নিশ্চিত করার অধিকার আছে। আমরা চাই না ইউক্রেন ন্যাটোর সদস্য হোক। আমরা তাদের ভূখণ্ড দখল করতে চাই না, বরং লড়াই করছি মানুষের অধিকার রক্ষার জন্য।’

নিউজটি শেয়ার করুন

জেলেনস্কির সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত পুতিন

আপডেট সময় ০১:২১:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫

 

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুতির কথা জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে একই সঙ্গে তিনি প্রশ্ন তুলেছেন এমন বৈঠকের জন্য প্রয়োজনীয় পরিস্থিতি তৈরি হয়েছে কি না।

বুধবার (৩ সেপ্টেম্বর) চীনের ঐতিহাসিক তিয়েনআনমেন স্কোয়ারে বিজয় দিবসের সামরিক কুচকাওয়াজ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পুতিন বলেন, ‘আমি কখনোই জেলেনস্কির সঙ্গে বৈঠকের সম্ভাবনা অস্বীকার করিনি। তবে এখন কি এমন পরিস্থিতি তৈরি হয়েছে, যেখানে বৈঠক বসে কার্যকর সমাধান পাওয়া সম্ভব?’

তিনি আরও বলেন, যেকোনো উচ্চপর্যায়ের বৈঠক ফলপ্রসূ করতে যথাযথ প্রস্তুতি অপরিহার্য। ‘যদি সব প্রস্তুতি সম্পন্ন হয়ে থাকে, তবে আমিও আলোচনায় প্রস্তুত। জেলেনস্কি চাইলে যেকোনো সময় মস্কোয় আসতে পারেন।’

ইউক্রেন যুদ্ধ চলমান রয়েছে প্রায় সাড়ে তিন বছর ধরে। সংঘাত নিরসনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি কূটনৈতিক উদ্যোগ বাড়িয়েছেন। তিনি আলাস্কায় পুতিনের সঙ্গে বৈঠক করার পর ঘোষণা দেন, শিগগিরই পুতিন ও জেলেনস্কির মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে। সেই লক্ষ্যেই ট্রাম্প আলোচনা আয়োজনের চেষ্টা চালাচ্ছেন। তবে এখন পর্যন্ত কোনো বৈঠক সম্ভব হয়নি।

এ প্রেক্ষাপটে পুতিনের নতুন মন্তব্য তাৎপর্যপূর্ণ হলেও ইউক্রেন দ্রুতই প্রস্তাবটি ‘অগ্রহণযোগ্য’ হিসেবে প্রত্যাখ্যান করেছে। কিয়েভের অভিযোগ, পুতিন সবসময় বৈঠক এড়িয়ে যাচ্ছেন এবং এটিকে যুক্তরাষ্ট্রের ওপর চাপ সৃষ্টি ও রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আদায়ের অজুহাত হিসেবে ব্যবহার করছেন জেলেনস্কি।

রুশ প্রেসিডেন্ট তার বক্তব্যে আরও স্পষ্ট করেন, যদি ইউক্রেন কোনো সমঝোতায় রাজি না হয়, তবে রাশিয়া ইউক্রেনে নিজেদের লক্ষ্য পূরণে লড়াই চালিয়ে যাবে। তিনি বলেন, ‘প্রতিটি দেশের মতো রাশিয়ারও নিজের নিরাপত্তা নিশ্চিত করার অধিকার আছে। আমরা চাই না ইউক্রেন ন্যাটোর সদস্য হোক। আমরা তাদের ভূখণ্ড দখল করতে চাই না, বরং লড়াই করছি মানুষের অধিকার রক্ষার জন্য।’