উত্তরা ইপিজেডে পুলিশ শ্রমিক সংঘর্ষে নিহত ১ আহত অনেকে

- আপডেট সময় ১১:৫২:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫
- / 10
নীলফামারীর উত্তরা ইপিজেডে পুলিশ শ্রমিক সংঘর্ষে এক শ্রমিক নিহত হওয়ার খবরে এলাকাজুড়ে থমথমে অবস্থা বিরাজ করছে।
ঘটনা সূত্রে জানা যায় গতকাল সোমবার (১সেপ্টেম্বর) রাতে কর্তৃপক্ষ শ্রমিকদের দাবি দাওয়া না মেনে আকস্মিকভাবে কোম্পানি বন্ধের নোটিশ দেয়। শ্রমিকরা অভিযোগ করেন, দীর্ঘদিনের ছাঁটাই বন্ধসহ অন্যান্য ন্যায্য দাবি-দাওয়া উপেক্ষা করে কর্তৃপক্ষ কোনো আলোচনা ছাড়াই কারখানা বন্ধের নোটিশ দেয়।
এরই প্রেক্ষিতে আজ (মঙ্গলবার) আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ ইটপাটকেল নিক্ষেপ এর ঘটনায় গোটা এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।
এসময় এক শ্রমিক নিহত হওয়ার খবর ছড়িয়ে পড়লে শ্রমিকরা আরো বিক্ষুব্ধ হয়ে ওঠে। ফলে সমস্ত যানচলাচল বন্ধ হয়ে যায় নীলফামারী সৈয়দপুর প্রধান সড়কের।
উলেক্ষ্য উত্তরা ইপিজেডে অবস্থিত এভার গ্ৰীন কোম্পানিতে শ্রমিক ছাঁটাইবন্ধ সহ বিভিন্ন দাবিতে শ্রমিকরা গত দুইদিন ধরে আন্দোলন করে আসছেন।