শিরোনাম :
বিশ্ব
জার্মানি থেকে ইউক্রেনীয় শরণার্থীদের বহিষ্কারের প্রস্তাব দিল কট্টর ডানপন্থী দলের নেত্রী
জার্মানির বাভারিয়া রাজ্যের সংসদে AfFD দলের নেত্রী ক্যাটরিন এবনার-স্টেইনার প্রস্তাব করেছে যে, সমস্ত ইউক্রেনীয় শরণার্থীকে অবিলম্বে জার্মানি থেকে বহিষ্কার করা উচিত।
তার মতে, ইউক্রেন যথেষ্ট বড় এবং তাদের ফিরে যাওয়ার জন্য পর্যাপ্ত যায়গা সেখানে আছে।