০৪:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬

ইউরোপের যৌথ যুদ্ধবিমান প্রকল্পে নেতৃত্ব চাই ফ্রান্সের একার হাতে

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:২৭:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫
  • / 131

ছবি সংগৃহীত

 

ফ্রান্সের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক গোপন নথিতে জানা গেছে, প্যারিস চাইছে ইউরোপের ফিউচার কমব্যাট এয়ার সিস্টেম (FCAS) প্রকল্পে একক নেতৃত্ব—যাতে জার্মানি ও স্পেন কার্যত এক পাশে চলে যায়।

ফরাসি অবস্থান: দাসো এভিয়েশন হবে একমাত্র প্রধান ঠিকাদার। তাদের হাতে থাকবে নকশা নিয়ন্ত্রণ ও মেধাস্বত্ব। ফ্রান্সের যুক্তি—এতে কার্যকারিতা বাড়বে ও বিলম্ব কমবে।

বিজ্ঞাপন

জার্মানি ও স্পেনের উদ্বেগ: দুই দেশই বলছে, তারা সমানভাবে অর্থ দিচ্ছে, তাই নেতৃত্ব ভাগাভাগি না হলে তারা কেবল উপ-ঠিকাদারের ভূমিকায় ঠেলে দেওয়া হবে।

অর্থের হিসাব: এটি ইউরোপের সবচেয়ে বড় প্রতিরক্ষা প্রকল্প—যার খরচ ২০৪০ সালের মধ্যে ১০০ বিলিয়ন ইউরোর বেশি হবে বলে ধারণা।

নিউজটি শেয়ার করুন

ইউরোপের যৌথ যুদ্ধবিমান প্রকল্পে নেতৃত্ব চাই ফ্রান্সের একার হাতে

আপডেট সময় ১০:২৭:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫

 

ফ্রান্সের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক গোপন নথিতে জানা গেছে, প্যারিস চাইছে ইউরোপের ফিউচার কমব্যাট এয়ার সিস্টেম (FCAS) প্রকল্পে একক নেতৃত্ব—যাতে জার্মানি ও স্পেন কার্যত এক পাশে চলে যায়।

ফরাসি অবস্থান: দাসো এভিয়েশন হবে একমাত্র প্রধান ঠিকাদার। তাদের হাতে থাকবে নকশা নিয়ন্ত্রণ ও মেধাস্বত্ব। ফ্রান্সের যুক্তি—এতে কার্যকারিতা বাড়বে ও বিলম্ব কমবে।

বিজ্ঞাপন

জার্মানি ও স্পেনের উদ্বেগ: দুই দেশই বলছে, তারা সমানভাবে অর্থ দিচ্ছে, তাই নেতৃত্ব ভাগাভাগি না হলে তারা কেবল উপ-ঠিকাদারের ভূমিকায় ঠেলে দেওয়া হবে।

অর্থের হিসাব: এটি ইউরোপের সবচেয়ে বড় প্রতিরক্ষা প্রকল্প—যার খরচ ২০৪০ সালের মধ্যে ১০০ বিলিয়ন ইউরোর বেশি হবে বলে ধারণা।