ফেডারেল রিজার্ভ গভর্নর লিসা কুককে অপসারণের ঘোষণা ট্রাম্পের

- আপডেট সময় ১০:৫৬:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫
- / 8
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফেডারেল রিজার্ভের বোর্ড অব গভর্নরসের সদস্য লিসা কুককে তাৎক্ষণিকভাবে পদ থেকে সরিয়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন। তার বিরুদ্ধে বন্ধকী ঋণের নথিতে ভুয়া তথ্য দেওয়ার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৬ আগস্ট) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে।
ট্রাম্পের দাবি, কুক একই সময়ে দুটি আলাদা সম্পত্তিকে নিজের প্রধান আবাস হিসেবে দেখিয়ে ঋণ সংক্রান্ত কাগজপত্রে সই করেছিলেন। সোমবার রাতে নিজস্ব প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে প্রকাশিত এক চিঠিতে তিনি উল্লেখ করেন, “প্রথম নথি স্বাক্ষরের পর দ্বিতীয়বার একই ঘোষণা দেওয়া অগ্রহণযোগ্য ও বিভ্রান্তিকর।”
এই অভূতপূর্ব পদক্ষেপকে ফেডারেল রিজার্ভের ইতিহাসে বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। কারণ ১১১ বছরের মধ্যে প্রথমবার কোনো গভর্নরকে সরাসরি প্রেসিডেন্টের নির্দেশে পদচ্যুত করা হলো। লিসা কুক ছিলেন বোর্ডের সাত সদস্যের একজন এবং প্রথম আফ্রিকান-আমেরিকান নারী গভর্নর।
এদিকে ফেডারেল রিজার্ভ কিংবা কুক এখনও এ বিষয়ে কোনো মন্তব্য করেননি। বিশেষজ্ঞদের মতে, এই অপসারণ আদালতে আইনি চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। কারণ সংবিধান অনুযায়ী এ ধরনের সিদ্ধান্তের পক্ষে শক্তিশালী প্রমাণ হাজির করতে হবে হোয়াইট হাউসকে।
সাম্প্রতিক সময়ে ট্রাম্প ফেডের ওপর সুদের হার কমানোর জন্য চাপ বাড়াচ্ছেন। বিশেষ করে চেয়ারম্যান জেরোম পাওয়েলকে লক্ষ্য করে তিনি বারবার সমালোচনা করেছেন এবং একাধিকবার বরখাস্ত করার ইঙ্গিতও দিয়েছেন। তবে কুককে সরিয়ে দেওয়া পদক্ষেপটিকে অনেকেই নজিরবিহীন বলেই মনে করছেন।