শিরোনাম :
সিরিয়া–লেবানন সম্পর্কে নতুন অধ্যায়ের ডাক দিলেন প্রেসিডেন্ট আল-শারা

খবরের কথা ডেস্ক
- আপডেট সময় ০২:৫৪:৩৭ অপরাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫
- / 15
সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা লেবাননের সঙ্গে নতুনভাবে সম্পর্ক গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। আরব গণমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে তিনি বলেন, লেবানন দুই আসাদের (হাফেজ আল আসাদ, বাশাল আল আসাদ) নীতির কারণে ভুগেছে, এখন নতুন অধ্যায় শুরু করার সময়।
আল-শারার মতে, লেবাননে সাম্প্রদায়িক বিভাজনে সিরিয়ার বিনিয়োগ ছিল বড় ভুল, যা আর হওয়া উচিত নয়।
তিনি আরও বলেন, হিজবুল্লাহর হাতে ক্ষত তৈরি হলেও, দামেস্ক মুক্ত হওয়ার পর সিরিয়া আর যুদ্ধ চালিয়ে যাওয়ার পথ নেয়নি।