ঢাকা ১১:০৬ অপরাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫, ১০ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

ভারতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: প্রাণ গেল ৮ জনের

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:৫৬:২৩ অপরাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫
  • / 13

ছবি সংগৃহীত

 

ভারতের উত্তরপ্রদেশে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন আটজন। আহত হয়েছেন আরও অনেকে। সোমবার (২৫ আগস্ট) ভোররাতে বুলন্দশহরের ঘাটাল গ্রামসংলগ্ন এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, কাসগঞ্জ থেকে রাজস্থানের গোগামেড়ি মেলায় অংশ নিতে একদল ভক্ত ট্রাক্টরে করে যাচ্ছিলেন। ভোরের দিকে প্রায় ৬০ জন যাত্রীবাহী ট্রাক্টরটিকে পিছন দিক থেকে দ্রুতগামী একটি কন্টেনার ট্রাক ধাক্কা দিলে ট্রাক্টরটি উল্টে যায়।

ঘটনাস্থলেই এক শিশু ও দুই নারীসহ আটজনের মৃত্যু হয়। আহতদের মধ্যে অন্তত ৪৫ জনকে স্থানীয়রা উদ্ধার করে খুরজার কৈলাশ হাসপাতালে ভর্তি করেন। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক এবং তাঁদের ভেন্টিলেটরে রাখা হয়েছে। বাকিদের শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল।

এ ঘটনায় কন্টেনার ট্রাকের চালক পালিয়ে গেছে কি না, তা নিশ্চিত করতে পারেনি পুলিশ। তবে তাকে চিহ্নিত করে আটক করার চেষ্টা চলছে।

স্থানীয়দের অভিযোগ, অতিরিক্ত গতি ও চালকদের অসতর্কতা এই দুর্ঘটনার প্রধান কারণ। মহাসড়কে ভারী যানবাহনের অতিরিক্ত চাপের কারণে প্রায়ই এ ধরনের দুর্ঘটনা ঘটছে বলে দাবি করেছেন তারা।

 

নিউজটি শেয়ার করুন

ভারতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: প্রাণ গেল ৮ জনের

আপডেট সময় ১২:৫৬:২৩ অপরাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫

 

ভারতের উত্তরপ্রদেশে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন আটজন। আহত হয়েছেন আরও অনেকে। সোমবার (২৫ আগস্ট) ভোররাতে বুলন্দশহরের ঘাটাল গ্রামসংলগ্ন এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, কাসগঞ্জ থেকে রাজস্থানের গোগামেড়ি মেলায় অংশ নিতে একদল ভক্ত ট্রাক্টরে করে যাচ্ছিলেন। ভোরের দিকে প্রায় ৬০ জন যাত্রীবাহী ট্রাক্টরটিকে পিছন দিক থেকে দ্রুতগামী একটি কন্টেনার ট্রাক ধাক্কা দিলে ট্রাক্টরটি উল্টে যায়।

ঘটনাস্থলেই এক শিশু ও দুই নারীসহ আটজনের মৃত্যু হয়। আহতদের মধ্যে অন্তত ৪৫ জনকে স্থানীয়রা উদ্ধার করে খুরজার কৈলাশ হাসপাতালে ভর্তি করেন। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক এবং তাঁদের ভেন্টিলেটরে রাখা হয়েছে। বাকিদের শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল।

এ ঘটনায় কন্টেনার ট্রাকের চালক পালিয়ে গেছে কি না, তা নিশ্চিত করতে পারেনি পুলিশ। তবে তাকে চিহ্নিত করে আটক করার চেষ্টা চলছে।

স্থানীয়দের অভিযোগ, অতিরিক্ত গতি ও চালকদের অসতর্কতা এই দুর্ঘটনার প্রধান কারণ। মহাসড়কে ভারী যানবাহনের অতিরিক্ত চাপের কারণে প্রায়ই এ ধরনের দুর্ঘটনা ঘটছে বলে দাবি করেছেন তারা।