ঢাকা ১১:০২ অপরাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫, ১০ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

খুলনায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, প্রাণ হারালেন ৩ যাত্রী

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:২১:৪২ পূর্বাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫
  • / 23

ছবি সংগৃহীত

 

খুলনার ডুমুরিয়ায় ট্রাকের ধাক্কায় ইজিবাইকের তিন যাত্রী নিহত হয়েছেন এবং গুরুতর আহত হয়েছেন আরও দুজন। সোমবার (২৫ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার একটি সড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ডুমুরিয়া থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালান।

ফায়ার সার্ভিসের প্রাথমিক তথ্যে জানা গেছে, একটি ট্রাক হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা ইজিবাইককে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনজন প্রাণ হারান। এ সময় ইজিবাইকে থাকা আরও দুজন গুরুতর আহত হন। পরে উদ্ধারকর্মীরা তাদের দ্রুত হাসপাতালে পাঠান। আহতদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ছুটে এসে পুলিশ ও ফায়ার সার্ভিসকে উদ্ধারকাজে সহায়তা করেন। নিহতদের মরদেহ সড়ক থেকে সরিয়ে থানার হেফাজতে নেওয়া হয়েছে। তবে এখনো নিহত ও আহতদের নাম-পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

এদিকে দুর্ঘটনার খবর পেয়ে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়দের অভিযোগ, সড়কে ট্রাকচালকদের বেপরোয়া গতিই এমন দুর্ঘটনার মূল কারণ। ঘটনার পর থেকে চালক ও ট্রাকটি পালিয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে। পুলিশ বলছে, ট্রাক ও চালককে চিহ্নিত করতে অভিযান শুরু হয়েছে।

ডুমুরিয়া থানার কর্তব্যরত কর্মকর্তারা জানান, হতাহতদের পরিচয় শনাক্ত ও পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে। আহতদের উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হতে পারে।

এই ঘটনায় এলাকাবাসী সড়ক দুর্ঘটনা রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন।

 

বিষয় :

নিউজটি শেয়ার করুন

খুলনায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, প্রাণ হারালেন ৩ যাত্রী

আপডেট সময় ১১:২১:৪২ পূর্বাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫

 

খুলনার ডুমুরিয়ায় ট্রাকের ধাক্কায় ইজিবাইকের তিন যাত্রী নিহত হয়েছেন এবং গুরুতর আহত হয়েছেন আরও দুজন। সোমবার (২৫ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার একটি সড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ডুমুরিয়া থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালান।

ফায়ার সার্ভিসের প্রাথমিক তথ্যে জানা গেছে, একটি ট্রাক হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা ইজিবাইককে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনজন প্রাণ হারান। এ সময় ইজিবাইকে থাকা আরও দুজন গুরুতর আহত হন। পরে উদ্ধারকর্মীরা তাদের দ্রুত হাসপাতালে পাঠান। আহতদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ছুটে এসে পুলিশ ও ফায়ার সার্ভিসকে উদ্ধারকাজে সহায়তা করেন। নিহতদের মরদেহ সড়ক থেকে সরিয়ে থানার হেফাজতে নেওয়া হয়েছে। তবে এখনো নিহত ও আহতদের নাম-পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

এদিকে দুর্ঘটনার খবর পেয়ে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়দের অভিযোগ, সড়কে ট্রাকচালকদের বেপরোয়া গতিই এমন দুর্ঘটনার মূল কারণ। ঘটনার পর থেকে চালক ও ট্রাকটি পালিয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে। পুলিশ বলছে, ট্রাক ও চালককে চিহ্নিত করতে অভিযান শুরু হয়েছে।

ডুমুরিয়া থানার কর্তব্যরত কর্মকর্তারা জানান, হতাহতদের পরিচয় শনাক্ত ও পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে। আহতদের উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হতে পারে।

এই ঘটনায় এলাকাবাসী সড়ক দুর্ঘটনা রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন।